কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

শোক ও শ্রদ্ধা

শোক ও শ্রদ্ধা

চলে গেলেন বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। সারা দেশের মানুষের মতো কালবেলা পরিবারও শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

সিলেট শহরে অনেকটা জায়গাজুড়ে তাদের বাড়িটিতে ছিল ফল আর ফুলগাছে ঘেরা ছায়াময় মায়াবী নিসর্গ। বাড়ির দরজা খুললেই মণিপুরী রাজবাড়ি। মণিপুরীদের বর্ণাঢ্য সব উৎসব—দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, অর্চনা; আর সেসব উৎসবে নাচগান সব বাড়িতে বসেই দেখা যেত। সাম্প্রদায়িক সখ্য ও সম্প্রীতির সেই পরিবেশে বেড়ে ওঠা তার।

ছাত্র ছিলেন ইংরেজির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে আড্ডা জমত চারুকলায়। শিল্পী সফিউদ্দিন আহমেদ বিশেষ স্নেহ করতেন। ছবির প্রতি অদম্য আগ্রহ থেকে চারুকলায় জয়নুল আবেদিনের অনুমতি নিয়ে ক্লাসে বসে কাজ দেখার সুযোগ পেয়েছিলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন উৎসাহ দিয়েছিলেন তাকে। ফলে টেক্সচার, আলোছায়া, স্কেচ, লিথোগ্রাফি, প্রিন্ট, জলরংসহ শিল্পকলার করণকৌশল খুব ভালোভাবেই রপ্ত হয়েছিল। তখনকার জনপ্রিয় দৈনিক সংবাদে প্রথম লেখা শিল্পী পাবলো পিকাসোকে নিয়ে। সন্তোষ গুপ্ত ও আবুল হাসনাত বিশেষ উৎসাহ দিয়েছিলেন। পিঠ চাপড়ে প্রশংসা করেছিলেন পটুয়া কামরুল হাসান। ১২ বছর একনাগাড়ে সংবাদে লিখেছেন। জনপ্রিয় এই কলাম: ‘অলস দিনের হাওয়া’।

নিউমার্কেট থেকে অনেক বই কিনতেন অবিশ্বাস্য দামে; সেটাও টাকা বাঁচিয়ে, আজকাল যা অসম্ভব। জীবনের একটা সারল্য ছিল সে সময়ে। বইয়ের মতো শিল্পকলা তার আরেক অচ্ছেদ্য নেশা। লিখেছেন এ নিয়ে প্রচুর। শিল্প-সমালোচনা করছেন দীর্ঘ সময় ধরে। তিনি মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, সুধীন্দ্রনাথ দত্ত, সমর সেন ও শামসুর রাহমানের সাহিত্য নিয়ে গভীর সমালোচনামূলক কাজ করেছেন। ১৯৯৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তার ছোটগল্প সংকলন ‘প্রেম ও প্রার্থনার গল্প’(২০০৫) প্রথম আলোর বর্ষসেরা বই হিসেবে নির্বাচিত হয়েছিল।

১৯৭৩ সালে তিনি লেখেন প্রথম উপন্যাস। ‘বিশাল মৃত্যু’। একাধারে শিক্ষক, লেখক, ঔপন্যাসিক, অনুবাদক, কলামিস্ট, শিল্প-সমালোচক। মুকুটে অনেক পালক। সব কটিই প্রোজ্জ্বল। ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হয়েছে তার প্রবন্ধ, গল্পসংকলন, উপন্যাস। সুরজিৎ ঘোষের উদ্যোগে কলকাতার প্রমা থেকে বেরোয় ‘থাকা না থাকার গল্প’। মহাশ্বেতা দেবী, আবুল বাশার ও সৈয়দ মনজুরুল ইসলামের যৌথ সংকলন। বিচিন্তা পত্রিকাসহ অন্যান্য পত্রিকায় তার গল্প, উপন্যাস বেরিয়েছে।

সৈয়দ মনজুরুর ইসলাম একলা চলার দিন শেষ করেন ১৯৭৬ সালের ২০ জুন। স্ত্রী সানজিদা ইসলাম। তার বিষয়ও ইংরেজি সাহিত্য। কর্মক্ষেত্রে তিনিও একজন সফল মানুষ। স্টাইল নিয়ে সৈয়দ মনজুরুল ইসলামের নিজস্ব ভাবনা ছিল। একটু গাঢ় রঙে ঝোঁক ছিল। সবুজ, মেরুন, নীল। আটপৌরে থাকতেই ভালোবাসতেন তিনি। পিএইচডির সমাবর্তনে কোট-টাই পরে রীতিমতো হাঁসফাঁস করেছেন। শার্ট, প্যান্ট, পাঞ্জাবিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ভালোবাসতেন বৃষ্টি আর গান। লালন, হাসন রাজা, নজরুল, হারানো দিনের গান, রবীন্দ্রসংগীত। আর স্বপ্ন দেখতেন একটু অলস প্রহরের। বলা যেতে পারে আলস্যবিলাস! কিন্তু সেটি আকাশকুসুম ভাবনা হয়েই থেকে গেছে। কাজের পর কাজ, প্রহর আর শেষ হয়নি। এখন তার অন্তহীন বিশ্রাম। এখন তিনি আমাদের সবার ধরাছোঁয়ার বাইরে। তবে তিনি বেঁচে থাকবেন তার বিচিত্র সৃষ্টিকর্মের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেড ক্রিসেন্টে মব করার অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

কিশোরগঞ্জ থাকবে ঢাকাতেই, ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান 

অগ্রযাত্রায় নবীন শিক্ষকদের অবদান রাখতে হবে : খুবি উপাচার্য

কক্সবাজার সৈকত থেকে অর্ধশতাধিক টংঘর উচ্ছেদ

১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ : ভিসি

কুলদীপের ঘূর্ণিতে ফলোঅন, তবু লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ

শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু

যমুনা টিভির সিইওকে নিয়ে মিথ্যাচার

১০

রিজওয়ান-সালমানের জুটিতে প্রথম দিনে স্বস্তিতে পাকিস্তান

১১

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : দুলু

১২

লিবিয়ার উপকূলে ৬১ অভিবাসীর মরদেহ উদ্ধার

১৩

উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে নেই যানজট

১৪

যুবককে খুঁটিতে বেঁধে মারধর, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা

১৫

দোহায় হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনার বহু প্রতীক্ষিত ফিনালিসিমা!

১৬

অস্থায়ী ভিসার ৮২ পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য

১৭

মাউশি ভেঙে হচ্ছে পৃথক অধিদপ্তর, নাম কী?

১৮

আমি ষড়যন্ত্রের শিকার : ছাত্রদল নেতা শাওন

১৯

আফগানিস্তানের ২০০’র বেশি সৈন্য নিহত, পাকিস্তানির দাবি

২০
X