

প্রায় ১৯ বছর পর বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হলো আন্তর্জাতিক মানের বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের। যাত্রার শুরুতেই শেষ বিকেলের ম্যাচে আলোকস্বল্পতায় চার ওভার বাকি থাকলেও ক্রিকেট আইনে বাংলাদেশ দলকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়। দলের হয়ে দায়িত্বপূর্ণ সেঞ্চুরি হাঁকিয়েছেন কালাম সিদ্দিকী এলিন।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার সকালে টস জয়ী আফগানরা (অনূর্ধ্ব-১৯) প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সকালে টস করতে মাঠে নামেন আফগান দলের অধিনায়ক মাহবুব খান ও বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
৫০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে আফগানরা ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করেন। আফগান ব্যাটারদের মধ্যে উজারাইল্লাহ ১৩৭ বলে ১৪০ রান সংগ্রহ করেন। আফগানদের পক্ষে আর কোনো ব্যাটার বড় ভূমিকা রাখতে পারেননি। উজারাইল্লাহ একাই ইনিংস টেনে নিয়ে গেছেন। ছোট ছোট কিছু ইনিংস খেলে শুধু উজারাইল্লাহকে সঙ্গ দিয়ে খালিদ ৩৪, ফয়সাল ৩৩ ও ওসমান ১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে (ম্যান অব দ্য ম্যাচ) বোলার ইকবাল হোসেন ইমন ৫৭ রানে ৫টি উইকেট দখল করেন। তারা নিয়মিত উইকেট তুলে নিতে থাকলে আফগান ব্যাটাররা বেশ কঠিন পরিস্থিতিতে পড়েন। রিজান ৫৪ রানে দুটি এবং সবুজ ও তামিম একটি করে উইকেট নেন। জবাবে বাংলাদেশ দলের কালাম সিদ্দিকী এলিনের সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করার পর আলোকস্বল্পতা দেখা দিলে ম্যাচ আম্পায়ার দুই দলের অধিনায়করে সঙ্গে কথা বলেন। আলোর অভাবে ডিএলএস মেথডে বাংলাদেশ দলকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়। ম্যাচে স্বাগতিকদের পক্ষে কালাম সিদ্দিকী এলিন ১১৯ বলে ১০১, রিজান ৯৬ বলে ৭৫ এবং রিফাত ২৬ রান করেন। বাংলাদেশ দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এলিন। আর তাকে সঙ্গ দেন রিজান। বাংলাদেশ দলের ২ উইকেট পড়ার পর ইনিংসকে মেরামত করেন এই জুটি। এই জুটিই স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেন।
আফগান বোলারদের মধ্যে ওয়াহিদুল্লাহ ৪৭ রানে দুটি, শাহীন ও নুরুস্তানি একটি করে উইকেট দখল করেন।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ২০০৬ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর ১৯ বছর পর আফগান ও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ম্যাচ গড়াল। এই ম্যাচ ঘিরে বগুড়ার কয়েক হাজার দর্শক মাঠে হাজির হন। সারাদিন ম্যাচ মাতিয়ে রাখেন মূলত এই সাধারণ দর্শকরা। ১৮ হাজার ধারণ ক্ষমতার গ্যালারির প্রায় অর্ধেকই পূরণ হয়ে যায়। জাতীয় দলের না হলেও আফগানিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ ঘিরে বগুড়ায় ক্রিকেটপ্রেমীদের মাঝে বেশ উল্লাস দেখা যায়। এর আগে সোমবার দুপুরে আফগানিস্তান যুব দলের অধিনায়ক মাহবুব খান এবং বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম সিরিজের ট্রফির মোড়ক উন্মোচন করেন। এ সময় উভয় দলের কোচ ও ম্যানেজার উপস্থিত ছিলেন। পাঁচটি ওয়ানডে সিরিজ খেলতে গত ২২ অক্টোবর বগুড়ায় আসে আফগান দল। পরদিন থেকেই তারা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেন। অন্যদিকে, বাংলাদেশ দল রাজশাহীতে অনুশীলন শেষে বগুড়ায় ম্যাচ খেলতে আসে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩১ অক্টোবর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অন্য তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে। টিকিট ছাড়াই সবার জন্য গ্যালারি উন্মুক্ত থাকছে।
মন্তব্য করুন