কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যয়ের বিশেষ আয়োজন ‘মিনার মনসুর সকাল রোদ্দুর’

‘মিনার মনসুর সকাল রোদ্দুর’ শীর্ষক অনুষ্ঠানে কবি মিনার মনসুরকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি : কালবেলা
‘মিনার মনসুর সকাল রোদ্দুর’ শীর্ষক অনুষ্ঠানে কবি মিনার মনসুরকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি : কালবেলা

জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক ও ভাষাসাহিত্যে একুশে পদকে ভূষিত চট্টগ্রামের পটিয়ার কৃতী সন্তান কবি মিনার মনসুরকে নিয়ে প্রত্যয় এর বিশেষ আয়োজন ‘মিনার মনসুর সকাল রোদ্দুর’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ছিল কবির কবিতা পাঠ, কবির সাথে আড্ডা, স্মৃতিকথা, দলীয় সংগীত, দলীয় আবৃত্তি ও সংবর্ধনা প্রদান।

শনিবার (৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই আয়োজন। পটিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি মিনার মনসুর, একুশে পদকে ভূষিত নাট্যকার আহমেদ ইকবাল হায়দার, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত মিত্র, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী, রাজনীতিবিদ রাশেদ মনোয়ার, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।

একাডেমির সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

অনুষ্ঠানে আহমেদ ইকবাল হায়দার বলেন, পটিয়া উপজেলা দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশ সমৃদ্ধ। বিশেষ করে নারীরা বেশ অগ্রসর। এটা পটিয়ার শত বছরের ঐতিহ্যের অংশ। শিক্ষা, সংস্কৃতির চর্চার জন্য পটিয়ার সুনাম উপমহাদেশজুড়ে। কবি মিনার মনসুরের একুশে পদক প্রাপ্তি পটিয়ার গৌরবকে আরও সমৃদ্ধ করেছে।

কবি মিনার মনসুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে অবিরাম লড়াই করে আমাদের টিকে থাকতে হয়েছে। স্বৈরাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হাতিয়ার হিসেবে কবিতাকে ব্যবহার করেছি। পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি যে জাগরণ সৃষ্টি করেছে তা সারা বাংলাদেশকে পথ দেখাবে। আলোকিত ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, কবি মিনার মনসুর পটিয়ার অহংকার। তিনি বহুমাত্রিক গুণের অধিকারী একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাকে নিয়ে প্রত্যয়ের এই আয়োজন পটিয়ার সাংস্কৃতিক পরিমণ্ডলকে উৎসাহিত করবে। প্রত্যয় গত ১৪ বছর ধরে পটিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি এই ধরনের আয়োজন করে যাচ্ছে। যাতে নতুন প্রজন্ম আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে।

কথামালা শেষে কবি মিনার মনসুরকে সংবর্ধনা স্মারক প্রদান করেন নাট্যকার আহমেদ ইকবাল হায়দার। শুভেচ্ছা স্মারক প্রদান করেন আবদুল্লাহ ফারুক রবি। কবি মিনার মনসুর এর কবিতা আবৃত্তি করে শোনান নীহারিকা পাল, মিনা আকতার, এঞ্জেলিনা বড়ুয়া, আফিফা আলম নূর, কাজী তাহিয়া মেহজাবিন, আরোহী সেন গুপ্ত, সাইকা সেলিম ইকা, তৃপ্তরাজ চক্রবর্তী। পরে একাডেমির আবৃত্তি ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা দলীয় আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঙ্গী আপনাকে নিয়ে আগ্রহী নন বুঝবেন যে ৬ আচরণে

৩১ দফা জনগণের মুক্তির সনদ : শরীফ উদ্দিন জুয়েল

শরীর যথেষ্ট ফাইবার পাচ্ছে কিনা বুঝবেন যেভাবে

জানা গেল ৪৯তম বিসিএসের ফল প্রকাশ কবে

সাংবাদিক হায়াতের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান

ইউসিটিসিতে স্প্রিং-২০২৬ ভর্তি মেলা

দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

মুক্তি পেয়ে শহিদুল আলমের ফেসবুক পোস্ট

ট্রাম্প নোবেল বঞ্চিত হওয়ায় হোয়াইট হাউসের প্রতিক্রিয়া

আ.লীগ নেতার হিমাগারে নির্যাতন, মামলার বাদীকে হুমকির অভিযোগ

১০

ফলাফলে কৃতকার্য নকলের দায়ে বহিষ্কার দুই শিক্ষার্থী

১১

বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নিউজিল্যান্ড

১২

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব 

১৩

ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে যে ৫ বাদাম ও শুকনো ফল

১৪

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে শহিদুল আলম

১৫

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

১৬

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তৃষা

১৭

আইফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার জন্য দায়ী যে অ্যাপ

১৮

লিবিয়া থেকে দে‌শে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

১৯

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, হতে পারে বন্যাও

২০
X