রাজধানীতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ১২ দলীয় জোট।
বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আগামী শুক্রবার (১৮ আগস্ট) এ কর্মসূচি পালন করা হবে।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে এক দফা দাবিতে ১২ দলীয় জোটের উদ্যোগে শুক্রবার বিক্ষোভ মিছিল হবে। ওই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য মিছিলে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।’
মন্তব্য করুন