বহুল প্রতীক্ষিত কিয়া স্পোর্টেজের জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে কিয়া বাংলাদেশ। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কিয়া ঢাকা শোরুমে (২২২, তেজগাঁও-গুলশান লিংক রোড) অনুষ্ঠিত এই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টের উদ্ভাবনী বৈশিষ্ট্য, অত্যাধুনিক নকশা ও স্বকীয়তা প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা গ্রুপের অপারেশন ডিরেক্টর আশিক উন নবী, মেঘনা কার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স) আবু বকর, কিয়া চট্টগ্রামের হেড অব অপারেশন মির্জা মো. আহসান রেজা, মেঘনা গ্রুপের হেড অফ মার্কেটিং নাফীজ ইমতিয়াজ করিম ও মেঘনা কার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের মার্কেটিং ম্যানেজার সাজ্জাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
মঞ্চ আলোকিত করেন, তরুণ আইডল তাসনিয়া ফারিণ, নৃত্যশিল্পী ফারজানা হৃদি শেখ এবং সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার সালমান মোহাম্মদ মুক্তাদির এবং দিশা ইসলাম প্রমুখ।
নতুন কিয়া স্পোর্টেজ তার উন্নত প্রযুক্তি এবং ইউনিক ফিচার নিয়ে সাভ সেগমেন্টকে অন্য মাত্রায় নিয়ে যেতে বদ্ধপরিকর। কিয়া স্পোর্টেজ-২০২৬-এর মাধ্যমে উন্মোচিত হতে যাচ্ছে সাভের নতুন দিগন্ত। ব্যক্তিত্ব সম্পন্ন আধুনিক রূপ, প্রযুক্তি আর নান্দনিক ডিজাইনের সমন্বয়ে স্পোর্টেজ ২০২৬, সম্পূর্ণ ড্রাইভার-ফোকাসড। পাশাপাশি, এক্স-লাইন প্যাকেজের মাধ্যমে এর এক্সটেরিয়র ডিজাইন একেবারে আলাদা, যা কিয়ার স্বকীয়তার প্রতিফলন। বাংলাদেশে গাড়িপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা দিতে কিয়া বাংলাদেশের অটোমোটিভ সাভ উন্নত মানের প্রতীক হয়ে উঠেছে।
মন্তব্য করুন