দেশের পানির পাম্প ও মোটরের জগতে দীর্ঘদিনের আস্থার প্রতীক গাজী পাম্পস অ্যান্ড মোটরস টানা দ্বিতীয়বারের মতো পেয়েছে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ সম্মাননা।
হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। গাজী পাম্পস অ্যান্ড মোটরস-এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা।
গাজী পাম্পস অ্যান্ড মোটরস দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পানির পাম্প ও মোটর খাতে শীর্ষস্থান ধরে রেখেছে। শুধু শহর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও পানির সঠিক সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। কৃষি, আবাসন ও শিল্প খাতে তাদের পাম্প ও মোটর ব্যবহার করে প্রতিদিন হাজারো মানুষ।
বাংলাদেশের কৃষি উৎপাদনশীলতা বাড়াতে এবং শিল্পখাতে সেবা দিতে গাজীর পাম্প ও মোটর অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। কৃষক থেকে শুরু করে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান পর্যন্ত গাজীর প্রযুক্তি ও সেবার উপর নির্ভরশীল।
বর্তমানে দেশের পাম্প ও মোটর বাজারের আকার প্রায় ২০০০ কোটি টাকা ছাড়িয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বেসরকারি প্রতিষ্ঠান এবং জনসাধারণের ব্যাপক চাহিদা এই বাজারকে চালিত করছে। এ প্রতিযোগিতামূলক বাজারেও গাজী পাম্পস অ্যান্ড মোটরস তার নেতৃত্ব ধরে রেখেছে।
গাজী পাম্পস অ্যান্ড মোটরস দীর্ঘদিন ধরে গ্রাহকের আস্থা অর্জন করেছে তাদের নির্ভরযোগ্য পণ্য, উন্নত বিক্রয়োত্তর সেবা এবং সর্বত্র বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে। প্রতিষ্ঠানটির রয়েছে দেশের প্রতিটি জেলায় ডিলার, ডিপো ও সার্ভিস সেন্টার।
তাদের গবেষণা ও উন্নয়ন টিম নিয়মিত কাজ করে নতুন পণ্য ও প্রযুক্তি উন্নয়নে, যেন ক্রেতারা পান সবচেয়ে আধুনিক ও কার্যকর সমাধান। কৃষি, গৃহস্থালি ও শিল্প খাতে ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটির রয়েছে পাম্প ও মোটরের বিশাল সংগ্রহ।
গাজী পাম্পস অ্যান্ড মোটরস গাজী গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গাজী গ্রুপ উৎপাদন, ট্রেড, ব্যাংকিং, বিমা, মিডিয়া ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছে। এই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েই গাজী পাম্পস অ্যান্ড মোটরস দেশের এক নম্বর ওয়াটার পাম্প ব্র্যান্ডে পরিণত হয়েছে।
গাজী পাম্পস অ্যান্ড মোটরস-এর চিফ অপারেটিং অফিসার মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ মান বজায় রাখতে। গ্রাহকের চাহিদাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। লাভের চেয়ে আমরা বিশ্বাস করি দীর্ঘমেয়াদি সম্পর্ক ও আস্থার উপর।’
মন্তব্য করুন