

ওমানের মাসকটে অনুষ্ঠেয় প্রথম ওয়ার্ল্ড কাপ অব সুকার, সিঙ্গেলস ও টিম’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আসিফ ইমরান। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এই যাত্রায় পাশে রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ’।
এ উপলক্ষে গত ১২ নভেম্বরে ঢাকার গুলশানে অবস্থিত এমজিআইর প্রধান কার্যালয় ‘ফ্রেশ হাউজে’ একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুকার খেলোয়াড় আসিফ ইমরানের সঙ্গে চুক্তিস্বাক্ষর করেন এমজিআইর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ।
এটি সুকারসের প্রথম ওয়ার্ল্ডকাপ এবং এতে অংশগ্রহণ করবে বিভিন্ন দেশের ৭০ জনেরও বেশি প্রতিযোগী খেলোয়াড়। এর আগেও ফ্রেশ ২০২৩ এ ওয়ার্ল্ড মুকারস চ্যাম্পিয়নশিপ’ এ আসিফ ইমরানের স্পন্সর হিসেবে ছিলেন।
মন্তব্য করুন