কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী ব্যালেন্স শিট প্রবৃদ্ধির মাধ্যমে লক্ষ্যণীয় সাফল্য অর্জন ব্র্যাক ব্যাংকের

ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্র্যাক ব্যাংকের ২০২৩ আর্থিক বছর এবং ২০২৪ সালের প্রথম তিন মাসের আার্থিক ফলাফল ঘোষণা। ছবি : সংগৃহীত
ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্র্যাক ব্যাংকের ২০২৩ আর্থিক বছর এবং ২০২৪ সালের প্রথম তিন মাসের আার্থিক ফলাফল ঘোষণা। ছবি : সংগৃহীত

চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতি সত্ত্বেও ২০২৩ সালে ব্র্যাক ব্যাংক সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফায় (এনপিএটি) ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৩ সালে সব অঙ্গপ্রতিষ্ঠানসহ ব্যাংকটির সমন্বিত আর্থিক হিসাবে কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়ে ৮২৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ২০২২ সালে ছিল ৬১৪ কোটি টাকা।

আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে ব্র্যাক ব্যাংকের একক (স্ট্যান্ডঅ্যালন) কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৩০ কোটি টাকায়। বাজার অস্থিরতা সত্ত্বেও আমানতে ৩৪ শতাংশ এবং ঋণে ২৬ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যালেন্স শিটে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

২০২৪ সালের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী মুনাফা ৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১৮ কোটি টাকায় উন্নীত হয়েছে।

গত ১৩ মে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকটির ২০২৩ আর্থিক বছর এবং ২০২৪ সালের প্রথম তিন মাসের আার্থিক ফলাফল ঘোষণা করা হয়। এই ইভেন্টটি ব্যাংকের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়, যেখানে অংশগ্রহণ করেছিলেন ব্যাংকটির স্থানীয় ও বিদেশি স্টেকহোল্ডার, বিনিয়োগ-বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পুঁজিবাজার বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটির আর্থিক ফলাফল, উল্লেখযোগ্য অর্জন, শক্তিশালী অবস্থান এবং ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। ব্যাংকের আর্থিক ফলাফল প্রকাশ শেষে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

২০২৩ সালে ব্যাংকের উল্লেখযোগ্য অর্জনসমূহ-

• সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২২ সালের ৩ দশমিক ৭৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ৪ দশমিক ৭৩ টাকায় উন্নীত হয়েছে। • ২০২৩ সালে ব্যাংকের সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভি) শেয়ারপ্রতি ৪১ দশমিক ৩৬ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২২ সালে ছিল ৩৮ দশমিক ০৩ টাকা ছিল। • ২০২৩ সালে ব্যাংকের লোন পোর্টফোলিও ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যখন দেশের ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ১০ দশমিক ৬০ শতাংশ। • ২০২৩ সালে ব্যাংকের আমানত ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, এক্ষেত্রে দেশের ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ১১ দশমিক ১০ শতাংশ। • সমন্বিত রিটার্ন অন ইক্যুইটি (আরওই) এবং রিটার্ন অন অ্যাসেট (আরওএ) যথাক্রমে ১১ দশমিক ৯২ শতাংশ এবং ১ দশমিক ২ শতাংশ এ উন্নীত হয়েছে। • ঋণ বিতরণ বৃদ্ধি, অধিক ইন্টারেস্ট আয়, দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং অধিক নন-ফান্ডেড আয়ের ফলে আগের বছরের তুলনায় ২০২৩ সালে ব্যাংকের মোট সমন্বিত আয় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। • কর্মীদের বেতন, অন্যান্য পরিচালন ব্যয়ের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব এবং প্রবৃদ্ধি কৌশলের অংশ হিসেবে মানবসম্পদ, প্রযুক্তি ও অবকাঠামোতে বিনিয়োগের ফলে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ব্যাংকের সমন্বিত পরিচালন ব্যয় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। • ব্যাংকের নন-পারফর্মিং লোন (এনপিএল) উল্লেখযোগ্যভাবে কমেছে, যা ২০২২ সালের ৩ দশমিক ৭২ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ৩ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। এটি মূলত ব্যাংকের কার্যকর নন-পারফর্মিং অ্যাসেট ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, মনিটরিং এবং রিকভারি কৌশলকে নির্দেশ করে।

২০২৪ সালের প্রথম তিন মাসে ব্যাংকের উল্লেখযোগ্য অর্জনসমূহ-

• সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২৩ সালের প্রথম তিন মাসের ০ দশমিক ৮৯ টাকার তুলনায় ২০২৪ সালের একই সময়ে ১ দশমিক ৭০ টাকায় উন্নীত হয়েছে। • গত ৩১ মার্চ এ ব্যাংকের সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভি) শেয়ারপ্রতি ৪২ দশমিক ৯৭ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৩ সালের ডিসেম্বরে ছিল ৪১ দশমিক ৩৬ টাকা। • ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৪ সালের প্রথম তিন মাসে ব্র্যাক ব্যাংকের একক (স্ট্যান্ডঅ্যালন) আমানত ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি-কৌশল এবং গ্রাহক আস্থার প্রতিফলন। • সমন্বিত রিটার্ন অন ইক্যুইটি (আরওই) এবং রিটার্ন অন অ্যাসেট (আরওএ) যথাক্রমে ১৬ দশমিক ১১ শতাংশ এবং ১ দশমিক ২৫ শতাংশ এ উন্নীত হয়েছে। • বিনিয়োগ, নন-ফান্ডেড আয় এবং ইন্টারেস্ট আয় বাড়ায় ২০২৩ সালের প্রথম তিন মাসের তুলনায় ২০২৪ সালে ব্যাংকের মোট সমন্বিত আয় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। • নন-পারফর্মিং লোনের (এনপিএল) হার হ্রাসে ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যার ফলে ২০২৩ সালের ডিসেম্বরে থাকা নন-পারফর্মিং লোন (এনপিএল) ৩ দশমিক ৩৮ শতাংশ থেকে কমে ২০২৪ সালের প্রথম তিন মাসে ৩ দশমিক ৩০ শতাংশতে উন্নীত হয়েছে।

ব্র্যাক ব্যাংকের আর্থিক ফলাফল সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘মধ্যমেয়াদি কৌশল অনুসরণ করার মাধ্যমে আমাদের ব্যাংক শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। আমানত ও ঋণে ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি দেশের বিদ্যমান ইন্ডাস্ট্রি অ্যাভারেজের চেয়ে অনেক ভালো। এটি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি টেকসইতার প্রমাণ। ডিজিটাল প্রযুক্তি এবং বিশেষায়িত প্রোডাক্টের মাধ্যমে গত বছর আমাদের ব্যাংক গ্রাহক সেবা এবং কাস্টমার প্রপোজিশনে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রেখে ২০২৫ সালের মধ্যে আমরা আমাদের ব্যবসায় দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে করপোরেট গভর্ন্যান্স, কমপ্লায়েন্স এবং মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ের রোল মডেল হিসেবে ব্র্যাক ব্যাংক সব স্টেকহোল্ডারদের কাছে স্বীকৃতি। আমরা আমাদের চেয়ারপারসন এবং পরিচালনা পর্ষদকে তাদের পরামর্শের জন্য, কেন্দ্রীয় ব্যাংককে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনার জন্য এবং আমাদের গ্রাহকদের ব্র্যাক ব্যাংকের প্রতি অবিচল আস্থার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইস্যুতে ধাওয়া-পাল্টা ধাওয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি

কঠোর গোপনীয়তার মাধ্যমে বিলুপ্ত হলো এনবিআর

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

পাকিস্তানের হাইকমিশনারের ঢাকা ত্যাগ নিয়ে নানা গুঞ্জন

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার 

আইইবির সাবেক কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম আর নেই

স্মার্ট কার্ড জটিলতায় টিসিবির খাদ্যপণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’

ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

১০

একপাশে অটোরিকশা স্ট্যান্ড, অন্যপাশে ময়লার ভাগাড়

১১

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

১২

আ.লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মদদেই : এলডিপি মহাসচিব

১৩

যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের

১৪

বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

১৫

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা করলেন বাবা-মা

১৬

তেল কম দেওয়ায় পেট্রল পাম্প সিলগালা করে দিল বিএসটিআই

১৭

জুলাই আন্দোলনে আহত তালিকায় ছাত্রলীগ কর্মী

১৮

পকেট কমিটি বাতিলের দাবিতে বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ

১৯

রিয়ালকে চারবার হারিয়ে যে রেকর্ড গড়ল বার্সা

২০
X