শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ

সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের ঘটনায় ভুক্তভোগীরা। ছবি : কালবেলা
সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের ঘটনায় ভুক্তভোগীরা। ছবি : কালবেলা

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই স্লোগানে মৌলভীবাজারসহ সারা দেশে ভূমিহীনদের ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। সে সময় সরকারি ঘর দেওয়ার কথা বলে ভূমিহীন ১০টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিরাশ মিয়ার বিরুদ্ধে।

প্রায় চার বছর আগে ঘর দেওয়ার কথা বলে সাবেক এই মেম্বার তার ভাগিনা রিপনের মাধ্যমে এ টাকা নেন। এরপর বছরের পর বছর চলে গেলেও এদের কাউকেই তিনি সরকারি ঘর দিতে পারেননি। এখন ঘর দেওয়া দূরের কথা টাকাও ফেরত দিচ্ছেন না।

টাকা ফেরত চাইতে গেলে উল্টো টাকা নেওয়ার বিষয়টি এখন অস্বীকার করে গালাগাল করেন মিরাশ মেম্বার। এমন অভিযোগ ভুক্তভোগী দশ ভূমিহীন হতদরিদ্র পরিবারের। তারা বলেন, আমরা গরীব মানুষ কিস্তি নিয়ে তাকে টাকা দিয়েছি। এখন অন্যের বাড়ি গৃহকর্মীর কাজ করে সেই ঋণ পরিশোধ করছি।

ভূমিহীন ভুক্তভোগী মো. নাঈমুল হক বলেন, মিরাশ মেম্বারকে ২০ হাজার টাকা দিলে ভূমিহীনের ঘর পাবেন। তাই আমরা যদি ২০ হাজার টাকা ঘুষ দিলে মুজিব শতবর্ষ উপলক্ষে ঘর পাবো। আমাদের জানা মতে ১০ জন টাকা দিয়েছেন। কিন্তু প্রায় চার বছর অতিবাহিত হওয়ার পরও মিরাশ মেম্বার কাউকে ঘর দিতে পারেনি। এখন টাকা ফেরত দেওয়ার বিষয় টালবাহানা করছে।

ভূমিহীন ভুক্তভোগী মায়ারুন বিবি বলেন, আমরা ভূমিহীন গরীব মানুষ। সরকারি ঘর দিবে বলে জিয়াউর রহমানকে আমি টাকা দিছি। আর জিয়াউর রহমান দিয়েছে মেম্বারের কাছে। এখন আমি ঘরও পাচ্ছি না, টাকাও পাচ্ছি না। আমার ঘর লাগবে না, টাকাটা যদি পেয়ে যেতাম তাহলে ভালো হতো। আমি গরিব মানুষ, কাজ করে খাই, আমার আল্লাহ ছাড়া কেউ নেই। ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ কিস্তি নিয়ে টাকা দিয়েছি। অন্যের বাড়ি গৃহকর্মীর কাজ করে ব্যাংক ঋণ শোধ করেছি।

ভূমিহীন ভুক্তভোগী জবা বেগম বলেন, প্রকল্প ঘর যারা পেয়েছে তাদেরকে গিয়ে বললাম যে আমাদের তো ঘর পাওয়ার কথা, তোমরা তো ঘর পেয়েছ আমরা তো পাইনি। তোমরা কি টাকা-পয়সা দিয়ে নিয়েছ। তখন তারা বলল যে, না সরকারি ঘরে কোনো টাকা লাগে না, এটা সরকারি, প্রধানমন্ত্রীর উপহার। তখন আমরা যাকে টাকা দিয়েছি জিয়াউর রহমান, তাকে ধরলাম। জিয়াউর রহমান আবার যে মেম্বারকে টাকা দিছে তাকেসহ ধরে বললাম যে, প্রকল্প ঘরে তো কোনো টাকা লাগে না, আপনারা তো ঘর দিবেন বলে আমাদের কাছ থেকে টাকা নিলেন, এখন ঘর দিচ্ছেন না। ঘর না দিলে টাকা ফেরত দেন।

জিয়া মিয়া বলেন, আমার নামে যে অভিযোগ তুলেছেন, যে আমি টাকা এনে মেম্বারের কাছে দিয়েছি। আমি ওদের এনে সামনা-সামনি একসঙ্গে বসে মেম্বারের কাছে টাকা দিয়েছি। এক টেবিলে বসে তারা টাকা দিয়েছে আমার কাছে, আমি দিয়েছি মেম্বারের কাছে। ৫টি ঘরে ২২ হাজার টাকা করে। সাবেক মেম্বারের কাছে মুজিব নগর ঘরের জন্য টাকা দিয়েছি। এক সময় ভুক্তভোগীরা মিরাশ মেম্বারের সঙ্গে উত্তেজিত হয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে মিরাশ মেম্বার এর ভাগিনা রিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ৫নং কালাপুর ইউনিয়নের সাবেক মেম্বার মিরাশের সঙ্গে কথা বলতে গেলে ঘর দেওয়ার কথা বলে টাকা নেননি বলে দাবি করেন তিনি। তবে তার ভাগিনা রিপন টাকা নিয়েছে স্বীকার করে ক্যামেরার সামনেই ভুক্তভোগীদের ওপর চড়াও হন সাবেক এই মেম্বার। একপর্যায়ে উত্তেজিত হয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, এগুলো সম্পূর্ণ মিথ্যে।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, শ্রীমঙ্গলে মুজিব শতবর্ষ আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ পেলে সেটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইফয়েড টিকা পেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন

নারায়ণগঞ্জে পুলিশি নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম সুস্থতার পথে

শিক্ষার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ পারভেজ মল্লিক

চাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

জাতীয় নির্বাচনকে ঘিরে ইসির ২৪ পরিকল্পনা

লালে রঙিন হাজারো নারী, স্বামীর জন্য করলেন প্রার্থনা

সংবিধান পরিবর্তন করতে পারে শুধু নির্বাচিত প্রতিনিধিরাই : হাফিজ উদ্দিন

গুম যেন না হয় তা নিয়ে সরকার কাজ করছে : প্রেস সচিব

যাদের জন্য ডিম খাওয়া বিপজ্জনক

আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে পশুবাহিত এক অজানা রোগ

১০

ভারতীয় নাগরিক মোস্তফার এনআইডি বাতিল কেন নয়, হাইকোর্টের রুল

১১

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় বৈঠকে বসেছে কমিটি

১২

মাইকেল ক্লার্ক থেকে যুবরাজ সিং: ক্যানসারের বিরুদ্ধে লড়েছেন যে ৮ ক্রিকেটার

১৩

ফিট থাকতে সাপ্লিমেন্ট খাচ্ছেন? সঠিক নিয়ম না মানলে বড় বিপদ

১৪

গাজাঘেঁষা ইসরায়েলি শহরে ড্রোন হামলা

১৫

হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

১৬

বিধ্বস্ত সেই যুদ্ধবিমানের পাইলট ফোনে কথা বলেন ১ ঘণ্টা, তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য

১৭

মানুষের কাছে আমি মীর জাফর হয়ে গেছি : রাহী

১৮

যে কারণে যুক্তরাষ্ট্রে আজীবন ভিসা নিষেধাজ্ঞায় পড়তে পারেন

১৯

কর্ণফুলী টানেলে দুর্নীতি, ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

২০
X