শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ

সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের ঘটনায় ভুক্তভোগীরা। ছবি : কালবেলা
সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের ঘটনায় ভুক্তভোগীরা। ছবি : কালবেলা

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই স্লোগানে মৌলভীবাজারসহ সারা দেশে ভূমিহীনদের ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। সে সময় সরকারি ঘর দেওয়ার কথা বলে ভূমিহীন ১০টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিরাশ মিয়ার বিরুদ্ধে।

প্রায় চার বছর আগে ঘর দেওয়ার কথা বলে সাবেক এই মেম্বার তার ভাগিনা রিপনের মাধ্যমে এ টাকা নেন। এরপর বছরের পর বছর চলে গেলেও এদের কাউকেই তিনি সরকারি ঘর দিতে পারেননি। এখন ঘর দেওয়া দূরের কথা টাকাও ফেরত দিচ্ছেন না।

টাকা ফেরত চাইতে গেলে উল্টো টাকা নেওয়ার বিষয়টি এখন অস্বীকার করে গালাগাল করেন মিরাশ মেম্বার। এমন অভিযোগ ভুক্তভোগী দশ ভূমিহীন হতদরিদ্র পরিবারের। তারা বলেন, আমরা গরীব মানুষ কিস্তি নিয়ে তাকে টাকা দিয়েছি। এখন অন্যের বাড়ি গৃহকর্মীর কাজ করে সেই ঋণ পরিশোধ করছি।

ভূমিহীন ভুক্তভোগী মো. নাঈমুল হক বলেন, মিরাশ মেম্বারকে ২০ হাজার টাকা দিলে ভূমিহীনের ঘর পাবেন। তাই আমরা যদি ২০ হাজার টাকা ঘুষ দিলে মুজিব শতবর্ষ উপলক্ষে ঘর পাবো। আমাদের জানা মতে ১০ জন টাকা দিয়েছেন। কিন্তু প্রায় চার বছর অতিবাহিত হওয়ার পরও মিরাশ মেম্বার কাউকে ঘর দিতে পারেনি। এখন টাকা ফেরত দেওয়ার বিষয় টালবাহানা করছে।

ভূমিহীন ভুক্তভোগী মায়ারুন বিবি বলেন, আমরা ভূমিহীন গরীব মানুষ। সরকারি ঘর দিবে বলে জিয়াউর রহমানকে আমি টাকা দিছি। আর জিয়াউর রহমান দিয়েছে মেম্বারের কাছে। এখন আমি ঘরও পাচ্ছি না, টাকাও পাচ্ছি না। আমার ঘর লাগবে না, টাকাটা যদি পেয়ে যেতাম তাহলে ভালো হতো। আমি গরিব মানুষ, কাজ করে খাই, আমার আল্লাহ ছাড়া কেউ নেই। ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ কিস্তি নিয়ে টাকা দিয়েছি। অন্যের বাড়ি গৃহকর্মীর কাজ করে ব্যাংক ঋণ শোধ করেছি।

ভূমিহীন ভুক্তভোগী জবা বেগম বলেন, প্রকল্প ঘর যারা পেয়েছে তাদেরকে গিয়ে বললাম যে আমাদের তো ঘর পাওয়ার কথা, তোমরা তো ঘর পেয়েছ আমরা তো পাইনি। তোমরা কি টাকা-পয়সা দিয়ে নিয়েছ। তখন তারা বলল যে, না সরকারি ঘরে কোনো টাকা লাগে না, এটা সরকারি, প্রধানমন্ত্রীর উপহার। তখন আমরা যাকে টাকা দিয়েছি জিয়াউর রহমান, তাকে ধরলাম। জিয়াউর রহমান আবার যে মেম্বারকে টাকা দিছে তাকেসহ ধরে বললাম যে, প্রকল্প ঘরে তো কোনো টাকা লাগে না, আপনারা তো ঘর দিবেন বলে আমাদের কাছ থেকে টাকা নিলেন, এখন ঘর দিচ্ছেন না। ঘর না দিলে টাকা ফেরত দেন।

জিয়া মিয়া বলেন, আমার নামে যে অভিযোগ তুলেছেন, যে আমি টাকা এনে মেম্বারের কাছে দিয়েছি। আমি ওদের এনে সামনা-সামনি একসঙ্গে বসে মেম্বারের কাছে টাকা দিয়েছি। এক টেবিলে বসে তারা টাকা দিয়েছে আমার কাছে, আমি দিয়েছি মেম্বারের কাছে। ৫টি ঘরে ২২ হাজার টাকা করে। সাবেক মেম্বারের কাছে মুজিব নগর ঘরের জন্য টাকা দিয়েছি। এক সময় ভুক্তভোগীরা মিরাশ মেম্বারের সঙ্গে উত্তেজিত হয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে মিরাশ মেম্বার এর ভাগিনা রিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ৫নং কালাপুর ইউনিয়নের সাবেক মেম্বার মিরাশের সঙ্গে কথা বলতে গেলে ঘর দেওয়ার কথা বলে টাকা নেননি বলে দাবি করেন তিনি। তবে তার ভাগিনা রিপন টাকা নিয়েছে স্বীকার করে ক্যামেরার সামনেই ভুক্তভোগীদের ওপর চড়াও হন সাবেক এই মেম্বার। একপর্যায়ে উত্তেজিত হয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, এগুলো সম্পূর্ণ মিথ্যে।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, শ্রীমঙ্গলে মুজিব শতবর্ষ আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ পেলে সেটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

১০

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১১

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১২

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১৩

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৪

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১৫

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

১৬

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

১৭

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনা তারেক রহমানের

১৮

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

১৯

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

২০
X