ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে পচা মাংস রাখার দায়ে দুই হোটেল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।
জানা গেছে, হোটেল দুটির ফ্রিজে এক সঙ্গে রাখা ছিল পচা মাংস, কাঁচা মাংস ও বাসি খাবার। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশের জন্য হোটেল দুটিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম কালবেলাকে বলেন, আহার ক্যাফে অ্যান্ড শর্মা হাউস ও নাইয়র চাইনিজ রেস্টুরেন্ট নামে দুটি হোটেলে পচা মাংস, বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ভোক্তা অধিকার আইনে দুটি হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জনসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় আখাউড়া থানার পুলিশ সদস্যরা ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।