জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

রায়ের পর আদালত থেকে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
রায়ের পর আদালত থেকে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

জয়পুরহাটের সদর উপজেলায় ডাকাতি করার সময় এক সদস্যকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন আদালত।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দাদড়াজন্তি গ্রামের বাবুপাড়া মহল্লার সামছুল হুদা, দাদড়াজন্তি গ্রামের মো. মিজান, ভিটি দক্ষিণপাড়া গ্রামের বাবু মিয়া, মুক্তিয়ার হোসেন, চকবম্বু পাতারপাড়া গ্রামের সবুর হোসেন এবং ভিটি প্রধানপাড়া গ্রামের জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদীর সঙ্গে কথা বলে রায়ের নকল তুলে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন কি না পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৯ আগস্ট রাত ১টার দিকে সদর উপজেলার দাদড়াজন্তি গ্রামের বাবুপাড়া মহল্লায় উৎপল চন্দ্রের বাড়িতে ডাকাতি করে আসামিরা। ডাকাতরা ওই বাড়ি থেকে সোনার অলঙ্কার ও টাকাসহ ২ লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট করে নেয়। বাড়ির অপর সদস্য প্রতুল চন্দ্র বাধা দিলে তাকে হত্যা করে। অপর সদস্য পলাশকে মারধর করে আহত করে ডাকাতরা।

এ ঘটনায় উৎপল কুমার মণ্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে জয়পুরহাট সদর থানায় ডাকাতি এবং হত্যা মামলা করেন। সদর থানার এসআই ফারুক খলিল মামলাটি তদন্ত করে ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় দেন।

আদালত রায়ে উল্লেখ করেছেন, মামলার পাঁচ আসামি হত্যা ও ডাকাতির ঘটনায় আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর এক আসামির বাড়ি থেকে লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার হওয়ায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলো। বাদীপক্ষ বাকি ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের খালাস দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কান ধরাল বিক্ষুব্ধ জনতা

‘জনতার ইশতেহার’  / ৩৭ হাজারের বেশি মতামত পেল জামায়াত

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াতি রাজনীতির দেউলিয়াপনা : নাছির উদ্দীন

৩৫ লাখ টাকার সম্পদ বাপ দিছে, আমি জেল খাটব কেন : সিয়াম

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না : ইসি

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

এবার বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত-পাকিস্তান

১০

বিয়ের পথে টম-জেনডায়া

১১

ইডেন মহিলা কলেজে বাঁধন ইউনিটের বার্ষিক সভা অনুষ্ঠিত

১২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

১৩

কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি

১৪

কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করব না : ডিসি রায়হান

১৫

জামায়াত প্রার্থীর ওপর ভোট কেনার অভিযোগ বিএনপি নেতার

১৬

বিক্ষোভে উসকানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না : ইরান

১৭

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী

১৮

মানুষ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না : ডা. শফিকুর

১৯

আইসিসিকে ক্ষতির মুখে ফেলতে যে ‘ছক’ কষছে পাকিস্তান

২০
X