কোটা সংস্কার আন্দোলনে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীসহ নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বাদ আছর বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় বরকতিয়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় জানাজা নামাজের ইমামতি করেন কেন্দ্রীয় বরকতিয়া জামে মসজিদের ইমাম আলমগীর হোসেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহসভাপতি আবদুল কাদের বাবলু, মাহবুবুর রহমান মতি, হাফিজার রহমান।
দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, সদস্য সিরাজুল ইসলাম, ইউনুস আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক ছামসুল ইসলাম মোল্লা, শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ
আওয়ামী লীগ নেতা শাজাহান আলী, কামরুল ইসলাম, মোনায়েম হোসেন ইকবাল, আবু জাফর, মাহতাব উদ্দিন, ওয়াসিম রেজা চৌধুরী রাজা, শাজাহান কাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক আমানুল হক আরমানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন