রীতা গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী পৌর শহরের ব্যস্ততম এলাকা যেন ময়লার ভাগাড়

ফুলবাড়ী পৌর শহরে সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপ। ছবি : কালবেলা
ফুলবাড়ী পৌর শহরে সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপ। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকার সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপগুলো এখন মশার প্রজনন খনিতে পরিণত হয়েছে। ময়লা-অবর্জনা দিনের পর দিন স্তূপ আকারে থেকে পচে দুর্গন্ধ ছড়ানোর কারণে মশা আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারীসহ এলাকাবাসী। পৌর কর্মচারীরা এলাকার ময়লা-অবর্জনা এসব স্থানে ফেলায় এ দুরবস্থার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী পৌরশহরের উপজেলা পরিষদ সড়কের কাটিহার ধর ব্রিজের পশ্চিম পার্শ্বে পৌর বাজারের সমস্ত ময়লা-অবর্জনা এনে ফেলে স্তূপ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ময়লা-আবর্জনা ফেলা নিষেধ লেখাসংবলিত একটি ছোট আকারের ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। কিছুদিন ময়লা-অবর্জনা ফেলা বন্ধ থাকলেও প্রশাসনের ব্যানারটি কে বা কারা সরিয়ে ফেলেছে। এরপর থেকে আবার শুরু হয়েছে সেখানে ময়লা-আবর্জনা ফেলা। এসব ময়লা কুকুর মুখ দিয়ে টেনে সড়কের ওপর নিয়ে আসছে। এতে দুর্গন্ধ ছাড়িয়ে পড়ায় পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে। একইভাবে উপজেলা পরিষদ সংলগ্ন ফুলকুঁড়ি বিদ্যানিকেতনের সামনে থেকে কাটিহার ধার ব্রিজ পর্যন্ত ড্রেনটি দীর্ঘদিন থেকে পরিষ্কার না করায় সেটিও মশা উৎপাদনের খামারে পরিণত হয়েছে। এই সামান্যতম ড্রেনের পার্শ্বেই সহস্রাধিক শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে। মশার দাপটে তারাও অতিষ্ঠ।

এদিকে একই কায়দায় পৌর কর্মচারীরা ফুলবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পুরাতন লোহার ব্রিজের মধ্যবর্তী স্থানে এবং পৌর বাজারের ফুট ব্রিজের পূর্ব প্রান্তে ময়লা-আবর্জনা ফেলায় নদী ভরাট হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে। এগুলোও এখন মশা উৎপাদনের নিরাপদ প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। শীতে বৃষ্টিপাত না হওয়ায় প্রাকৃতিকভাবেও মশা নিধন না হওয়ায় বেড়ে গেছে মশার উপদ্রব। মশা নিধনে পৌর কর্তৃপক্ষের তেমন কার্যকর ভূমিকাও দেখা যাচ্ছে না। ফলে মশার দাপটে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

ফুলবাড়ী পৌরসভা সূত্রে জানা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই প্রথম শ্রেণির পৌরসভায় রয়েছে ২৯টি মহল্লা, ৫টি বস্তি ও ২টি হাটবাজার। পৌরশহরে লোকসংখ্যা প্রায় ৫৬ হাজার।

কলেজপড়ুয়া শিক্ষার্থী আমিনুল ইসলাম ও সাব্বির হোসেন বলেন, মশার অত্যাচারে কোথাও এক মিনিট নিরাপদে অবস্থান করা যাচ্ছে না। ইলেকট্রিক ব্যাট, অ্যারোসল, কয়েল জ্বালিয়েও মশার অত্যাচার থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।

চিকিৎসক শিশির সরকার বলেন, ঘরোয়াভাবে মশা নিধন করা যাচ্ছে না। এ অবস্থা বিরাজ থাকলে এডিসসহ অন্যান্য মশা থেকে রক্ষা করা সম্ভব হবে না। এডিস মশা প্রতীকূল পরিবেশে ডিম ছাড়তে পারে। ডিমগুলো অনেক দিন টিকে থাকতে পারে। পানির স্পর্শ পেলেই এগুলো থেকে লার্ভা হয়।

উপজেলা পরিষদ রোডের কাটিহারধর কালভার্ট সংলগ্ন বাসিন্দা অনুপ গুপ্ত ও পায়েল সরকার বলেন, কাটিহারধর কালভার্টের পিলারের ওপর পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ময়লা-আবর্জনা ফেলায় সেখানে ময়লা-আবর্জনার ভাগাড় তৈরি হয়েছে। পচা ময়লা-আবর্জনার দুর্গন্ধসহ মশার দাপটে বাসাবাড়িতে থাকা দায় হয়ে পড়েছে। দুপুরের পর থেকে ঘরে মশার কয়েল জ্বালিয়েও মশা তাড়ানো যাচ্ছে না।

স্কুলশিক্ষক সঞ্জিব কুমার চক্রবর্তী বলেন, মশার কারণে সারাদিন ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে। নাকেমুখে মশা কয়েলের গন্ধ সহ্য হচ্ছে না। এভাবে চলতে থাকলে ছেলেমেয়েসহ বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়বে।

পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, পৌর সভার মশানিধন কাজে নিয়োজিত কর্মচারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ‘অসম্ভব শর্ত’, প্রত্যাখ্যান করল ফিলিস্তিনি যোদ্ধারা

নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি : এ্যানি

বিশ্বকাপে পাকিস্তান, জ্যোতিদের যে সমীকরণ

‘হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ হতে হবে’

আফগান সরকারকে সুখবর দিল রাশিয়া

কাশ্মীর পাকিস্তানের ‘গলার শিরা’, ভারতের প্রতিক্রিয়া

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন যাত্রা নিয়ে যা বলছেন বিশ্লেষকরা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার 

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না : সাইফুল হক

পুরোনো শত্রু মিত্র হওয়ার অনেক উদাহরণ আছে : উপ-প্রেস সচিব

১০

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

১১

‘নতুন করে আর কোনো সরকারকে স্বৈরাচার হতে দেওয়া হবে না’

১২

অনার্স পড়ুয়া ভাগ্নের হাত ধরে মামি উধাও

১৩

পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ

১৪

লালবাগে রহমতুল্লাহ স্কুল মিলনায়তনে জিয়াউর রহমানের নাম পুনঃস্থাপন

১৫

পূর্ণিমায় মজেছেন নেটিজেনরা

১৬

বরিশাল সিটি করপোরেশনে ফল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের মামলা

১৭

২১ শতকের ‘চেঙ্গিস খান’ হতে চান ইলন মাস্ক

১৮

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখার দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

১৯

সমন্বয়ক পরিচয়ে ২ লাখ টাকা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪ 

২০
X