টানা কয়েক দিনের বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের মৎস্যচাষি। এখানকার বঙ্গোপসাগর উপকূলের ৭ হাজারেরও বেশি মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। এতে বিপুল অঙ্কের মাছ বেরিয়ে গেছে। এ ছাড়া সাগরের পার্শ্ববর্তী ঘেরের মাছ চলে যাচ্ছে সাগরে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় এখানকার মৎস্যচাষি।
জানা গেছে, উপজেলার ইছাখালী, বাঁশখালী ও মুহুরী প্রকল্প এলাকায় প্রায় ৭ হাজার একর ঘেরে চাষ হয় মিঠা পানির মাছ। যাতে বছরে উৎপাদন হয় চট্টগ্রামের মৎস্য খাদ্য চাহিদার প্রায় ৭০ ভাগ। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এখানকার সাগর উপকূলীয় এলাকার ঘেরের পাড় ডুবে গেছে। এতে কোথাও কোথাও এক ঘেরের মাছ অন্য ঘেরে যাচ্ছে। আবার নিম্নাঞ্চলের ঘেরের মাছ ভেসে যাচ্ছে সাগরে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় মৎস্যচাষি সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার পর্যন্ত অবস্থা স্বাভাবিক ছিল। রাত থেকে টানা বৃষ্টিতে অধিকাংশ মাছের ঘের ডুবে গেছে। এতে শত কোটি টাকার ক্ষতির মুখে পড়বে এখানকার মৎস্যচাষিরা।
আরেক মৎস্যচাষি মো. কামরুল হোসেন মোল্লা জানান, মুহুরী প্রকল্প এলাকায় প্রায় ৭ হাজার একর ঘেরে বাণিজ্যিকভাবে মাছ চাষ হয়। শনিবার সকাল পর্যন্ত কয়েকশ একর ঘের পানিতে ডুবে গেছে। নিচু এলাকাগুলোতে ঘেরের পাড় ভেঙে মাছ সাগরে ভেসে যাচ্ছে। কোনো কোনো চাষি নেট দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছেন। মূলত এতে লাভের লাভ কিছুই হবে না।
মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ জানান, বৃষ্টি বন্ধ হলে চাষিরা বড় ধরনের ক্ষতি থেকে বাঁচবেন। আর যদি বৃষ্টি বন্ধ না হয়, তাহলে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনেও আমরা সক্ষম হবো না।
মন্তব্য করুন