কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:০৫ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে আ.লীগ অফিসে আগুন, থানায় হামলা

পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত
পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে গাজীপুরে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া কালিয়াকৈর থানায় হামলা চালানো হয়েছে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় লাঠিসোটা নিয়ে পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা চালিয়ে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া আন্দোলনকারীরা কালিয়াকৈর থানায় হামলার চেষ্টা করে। পরে পুলিশ তাদের টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। দুপুরের পর আন্দোলনকারীরা জয়দেবপুরের রাজবাড়ি সড়ক এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয়, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়-ডাকবাংলোতে হামলা ও অগ্নিসংযোগ করে। প্রায় একই সময়ে গাজীপুর সড়ক ভবনে ফের হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া শ্রীপুরের মাওনা হাইওয়ের সামনে দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

আতঙ্কে কারখানা ছুটি : শিল্প পুলিশ ও পোশাক কারখানা সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যেও লোকসান এড়াতে বেশিরভাগ কারখানা খোলা রাখেন মালিকরা। সকাল থেকে এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করেন শ্রমিকরা। তবে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সহিংস আন্দোলনের পর দুপুর ১২টার দিকে ওই এলাকার অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিকাল ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশন ও জেলার অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

চন্দ্রা এলাকায় স্থানীয় পোশাক কারখানার কয়েকজন মালিক বলেন, আন্দোলনকারীদের হামলা ও ভাঙচুরের আশঙ্কায় দুপুর ১২টার দিকে তারা কারখানা ছুটি ঘোষণা করেছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, সকাল থেকে গাজীপুরে বেশির ভাগ কারখানা খোলা রয়েছে। এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। নাশকতা ঠেকাতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এদিকে, এক দফা দাবিতে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে রেখেছেন। এতে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে জখম

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের অভিন্ন লক্ষ্য

‘ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি’

হকিতে লিড নিয়েও জাপানের কাছে হার বাংলাদেশের

‘সিরিয়াল কিসার’ তকমা পছন্দ করেন না ইমরান হাশমি

দাবায় চ্যাম্পিয়ন সুব্রত বিশ্বাস

ভোটের অপেক্ষায় দিন গুনছে দেশের মানুষ : ড. ফরিদুজ্জামান

এসএসসিতে ১৩০০ নম্বরে ১২৮৫ পেয়েছে নিবিড়

জোতাকে স্মরণ করে মাঠে নামছে লিভারপুল

ইরানে ‘ভয়াবহ হামলার’ হুমকি ইসরায়েলের

১০

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় ছাত্রদল সম্পাদকের প্রতিক্রিয়া

১১

লর্ডসে উইকেট পেয়ে প্রয়াত জোতাকে স্মরণ ভারতীয় পেসারের

১২

ঐকমত্যে পৌঁছলে ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র : আসিফ মাহমুদ

১৩

জনসমক্ষে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী

১৪

লর্ডসে শরফদৌল্লার ওপর যে কারণে খেপলেন গিল!

১৫

রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ করো না

১৬

সংগ্রাম, প্রত্যাবর্তন ও রাজত্ব : সাকিবকে ঘিরে ছোটবেলার বন্ধুর অনন্য গল্প

১৭

বিশ্ব জনসংখ্যা দিবস / তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে তৈরি হবে সুস্থ-সমৃদ্ধ বিশ্ব

১৮

জুলাই স্মরণে যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

১৯

ব্যবসায়ী হত্যা / যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার, আইনি ব্যবস্থা নিতে আহ্বান

২০
X