রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১২:২৫ এএম
অনলাইন সংস্করণ

শাহমখদুম থানা ও সংখ্যালঘুদের বাড়ির নিরাপত্তায় যুবদল

থানার নিরাপত্তায় যুবদলের নেতা ও আনসার সদস্যরা। ছবি : কালবেলা
থানার নিরাপত্তায় যুবদলের নেতা ও আনসার সদস্যরা। ছবি : কালবেলা

রাজশাহীর শাহমখদুম থানা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অফিস ও সংখ্যালঘুদের বাড়িঘরের নিরাপত্তায় কাজ করছেন যুবদলের নেতারা।

রাজশাহীর বিভিন্ন স্থাপনায় হামলা হলেও একেবারে সুরক্ষিত রয়েছে নগরীর শাহমখদুম থানাসহ রাকাব ও আরডিএ অফিস। নগরীর বিভিন্ন থানায় এখন যেমন আগুনের ক্ষতচিহ্ন, সেখানে ব্যতিক্রম এসব স্থাপনা।

জানা গেছে, শাহমখদুম থানা যুবদলের সদস্য রাসেল মোল্লা ও চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুজ্জামান এলাকাটিকে সুরক্ষিত রাখতে নেতাকর্মীদের নিয়ে দিনরাত পাহারা দিয়ে যাচ্ছেন। আশপাশের কোনো এলাকা থেকে মালামাল লুট করে এ এলাকা দিয়ে যেতে দেখলেও তারা আটকে দিচ্ছেন। তারপর সেই মালামাল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, শাহমখদুম থানা এলাকায় রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অফিস, নির্মাণাধীন ওয়াসা ভবন। এ ছাড়া চন্দ্রিমা থানা এলাকায় আছে পাসপোর্ট ও ভিসা অফিস। নেতাকর্মীদের নিয়ে এসব অফিস পাহারা দিচ্ছেন রাসেল ও আরিফুজ্জামান। ফলে এসব সরকারি দপ্তরে নাশকতা ও লুটপাটের ঘটনা ঘটেনি।

শাহমখদুম থানার পবাপাড়া, পবা নতুনপাড়া ও শিল্পীপাড়া মহল্লায় অন্তত ২৫০ হিন্দু পরিবারের বাস। এলাকায় রয়েছে চতুর্বেদী সার্বজনীন মন্দির। সংখ্যালঘু সম্প্রদায়ের এ মানুষগুলোর বাড়ি ও মন্দিরে যেন হামলা না হয় তার জন্যও মাইকিং করা হয়েছে। মহল্লায় মহল্লায় যুবদলের কর্মীরা পাহারা দিয়েছেন। ফলে এলাকার কারও বাড়িতে কোনো হামলা হয়নি।

এলাকার বাসিন্দা সুষ্মিতা রানী বলেন, গত সোমবার সকাল থেকেই দেখছি এলাকায় ছেলেরা পাহারা বসিয়েছে। আমাদের কারো বাড়িতে যেন হামলা না হয় তার জন্য তারা মাইকিং করছে। এর ফলে আমরা কিছুটা নিশ্চিন্তে আছি। সব এলাকায় যেন এ রকম সম্প্রীতি থাকে।

জানতে চাইলে যুবদল নেতা মো. আরিফুজ্জামান বলেন, কিছু টোকাই ও বখাটেরা আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি ও বিভিন্ন দপ্তরে লুটপাট করছে। এতে আমরা যারা আওয়ামী লীগ বিরোধী তাদের বদনাম হচ্ছে। এ জন্য আমরা সতর্ক আছি যেন কেউ লুটপাট করতে না পারে। রাষ্ট্রের সম্পদ মানে জনগণের সম্পদ। এগুলো আমাদেরই রক্ষা করতে হবে।

তিনি বলেন, আমরা পাড়া-মহল্লায় পাহারা বসিয়েছি। এলাকায় কেউ সংখ্যালঘু পরিবারের ওপর হামলা করতে পারবে না। আমার মনে হয়, প্রতিটি এলাকায় এখন আমাদের এভাবে কাজ করা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে রাজশাহী বোর্ডে পাস ৫৩ শিক্ষার্থী

শেখ হাসিনার রায় নিয়ে রাজধানীতে যা ঘটছে

অজুর সময় যে গোনাহটি সবাই করেন, জানালেন বিশেষজ্ঞ আলেম

পুড়িয়ে ধ্বংস করা হলো ১৮০০ দলিল

টি-টেন লিগে দল পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার

ইউরোপ যাত্রা / যে সমুদ্রপথ কেড়ে নেয় হাজারো স্বপ্ন ও জীবন

বাঞ্জি জাম্পিংয়ের দড়ি ছিঁড়ে ১৮০ ফুট উঁচু থেকে পড়ে গেলেন যুবক

গণভোটের আইনি ভিত্তি নেই : রিজভী

নবান্নের পিঠার সুবাসে মুখর রাবি, কৃষি অনুষদে উৎসবের রং

ভয়াবহ ব্যাটিং ধসে সহজ ম্যাচ হেরে বসল ভারত

১০

হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

১১

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ৩৯৩ শিক্ষার্থী

১২

কুমিল্লা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১০৮ শিক্ষার্থী

১৩

উইন্ডোজ ১১-এ আসছে নতুন ফিচার

১৪

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

নাশকতার মামলায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৭

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

১৮

ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স: স্মরণ, শোক এবং নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার

১৯

গোমতী নদীর চরে গলায় কাপড় প্যাঁচানো কিশোরের মরদেহ

২০
X