টাঙ্গাইলে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ কবির সুমন, কায়সার রহমান লিমন ও আরেফিন রানা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ শাতিলসহ অন্যান্য নেতারা।
মন্তব্য করুন