নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা জামায়াতের উদ্যোগে থানায় প্রায় ১ লাখ টাকার আসবাবপত্র প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির ও ৩নং চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা থানার ওসি মো. বখতিয়ার উদ্দিনের কাছে ওসির অফিসের জন্যে ২ সেট সোফা, ১টি টেবিল, ৬টি চেয়ার, ১টি ইজি চেয়ার ও ১টি সিলিং ফ্যান প্রদান করেন।
আসবাবপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন- ওসি (তদন্ত) মো. সুদীপ্ত রেজা, জামায়াতের উপজেলা নায়েবে আমির রহিম উল্যা ও পৌরসভা আমির আব্দুল মতিন।
গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা সোনাইমুড়ী থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এ সুযোগে দুষ্কৃতকারীরা ব্যাপক লুটপাট চালায়। থানার অস্ত্র, কম্পিউটার, ল্যাপটপ, প্রয়োজনীয় সব আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এ সময় পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। এতে দুই পুলিশসহ ৬ জন মারা যান।
মন্তব্য করুন