টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে নিহত আশরাফের ভাঙা ঘরে বিদ্যুতের আলো

আন্দোলনে নিহত আশরাফের মা। ছবি : কালবেলা
আন্দোলনে নিহত আশরাফের মা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. আহনাফ আবির আশরাফের ভাঙা ঘরে ২৪ বছর পর বিদ্যুতের আলো জ্বলেছে।

জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামের মো.হারুন অর রশিদের ছেলে আশরাফ। চার ভাই বোনের মধ্য এক মাত্র ভাই আশরাফ। তিনি বাইপাল আশুলিয়াতে আল মানারাত ইন্টারন্যাশনাল ইনভার্সিটিতে পড়াশোনা করতেন। ৫ আগস্ট আন্দোলনে গুলিতে নিহত হন তিনি।

স্থানীয় আ. রহমান ও রউফ বলেন, আশরাফুল খুব ভদ্র ছেলে ছিল। সে পড়াশোনার পাশাপশি আয় রোজগারের পেছনেও ছুটত। তার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।

নিহত আশরাফের ছোট বোন তাসফিয়া জান্নাত সাফী বলেন, আমার ভাইয়ের নিহতের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম সাভার পাইপাল গ্রুপে দেওয়া হয়। সেই গ্রুপে ভাইয়ের সহপাঠীরা দেখে তারা তাদের ইনভার্সিটিতে নিয়ে যায়। সেখানে তারা জানাজা পড়ে আমাদেরকে ৬ আগস্ট ভাইয়ের নিথর দেহ হস্তান্তর করে। ৬ আগস্ট বাড়িতে এনে বারপাখিয়া কবরস্থানে সমাহিত করা হয়।

মা আছিয়া বেগম বলেন, আমার একমাত্র ছেলে আশরাফ আন্দোলনে নিহত হয়েছে। আমার স্বামী বেঁচে থাকলেও যোগাযোগ করে না। আমার চার সন্তানকে নিয়ে ঝুপড়ি ঘরে থেকেছি। স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে দুঃখ দুর্দশা ঘোচাবে। তা আর হলো না।

তিনি বলেন, আমি এই বাড়িতে ২৪টি বছর অন্ধকারে কাটিয়েছি। কোনো বিদ্যুৎ ছিল না। আজ আমার ছেলে মারা যাওয়ার পর টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম তাৎক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। এ ছাড়াও আমার ভাঙা ঘর সংস্কার করে দেবে। জেলা প্রশাসক আমার সব দায় দায়িত্ব নিয়েছে। আমার ছেলে এগুলো দেখে যেতে পারল না। আজ আমার ভাঙা ঘরে বিদ্যুতের আলো জ্বলছে। আর আমার ছেলে অন্ধকার কবরে শুয়ে আছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, আমরা আশরাফের বাড়িতে গিয়েছিলাম। তার মাকে তাৎক্ষণিক সহায়তা করা হয়েছে। এ ছাড়াও তার যে ভাঙা ঘর রয়েছে সেই ঘর মেরামতের ব্যবস্থা করা হবে। তার বাড়িতে বিদ্যুৎ ছিল না, সেটির ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X