আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

সাতক্ষীরার আশাশুনির মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনির মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনিতে নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে উপজেলার দুই ইউনিয়নের নদী পাড়ের মানুষ।

বেড়িবাঁধ সংলগ্ন আশাশুনি সদর ইউনিয়নের মানিকখালী ও বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামের প্রায় হাজারখানেক পরিবার রয়েছেন সার্বক্ষণিক আতঙ্কে।

সরেজমিনে ভাঙন এলাকা ঘুরে দেখা গেছে, দিন ও রাতে দুইবার জোয়ারের সময় পানি বৃদ্ধি হওয়ার ফলে ভাঙন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অমাবশ্যা ও পূর্ণিমার সময় নদীর পানি বৃদ্ধির কারণে তীব্র ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। অচিরেই স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে দুই ইউনিয়নের সাধারণ মানুষ। নদীর অববাহিকায় গড়ে তোলা সাধারণ মানুষের পাকা ঘরবাড়ি বিলীন হওয়ার আতঙ্ক ক্রমেই বেড়ে চলেছে।

স্থানীয় বাসিন্দা আমীর হামজা খোকন বলেন, মরিচ্চাপ নদী খননের জন্য ভাঙনস্থলে আড়াআড়ি বাঁধ নির্মাণ শুরু হয়। তবে কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা হয়ে যায়। পানি সরবরাহ না থাকায় বিগত দুবছর ধরে নোনাপানির জন্য বুধহাটা, আশাশুনি ও শোভনালী ইউনিয়নের চিংড়ি চাষিরা ক্ষতিগ্রস্ত হন। তাই কয়েক মাস আগে স্থানীয় লোকজন ওই বাঁধ কেটে দিয়ে পানি সরবরাহ নিশ্চিত করেন। কিন্তু অপরিকল্পিতভাবে বাঁধ কাটার কারণে জোয়ার ভাটার সময় বাঁধ এলাকায় প্রায় ২০০ ফুট বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়েছে।

আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, মরিচ্চাপ নদীর এ বাঁধটি ভেঙে গেলে চাপড়া অংশ ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি আশাশুনি মৌজার চারশ ভূমিহীন পরিবার প্লাবিত হয়ে গৃহহীন হয়ে পড়বে। সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা তৎপর না হলে নদীভাঙনে চরের ভূমিহীন পল্লীসহ উপজেলা সদরের নকশা বদলে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। রিং বাঁধ দেওয়ার চেষ্টাও করেছি, কিন্তু খরস্রোতের কারণে সেটা টেকেনি। পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরাকে বলেছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

পানি উন্নয়ন বোর্ড-২ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি, কিন্তু ছুটিতে থাকার কারণে স্পটে যেতে পারিনি। দ্রুতই স্পটে গিয়ে দেখে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১০

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১১

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১২

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৩

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৫

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৬

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৮

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৯

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

২০
X