চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভেসে গেছে ১১১ কোটি টাকার পুকুরের মাছ, দিশাহারা মাছচাষিরা

বন্যায় ভেসে গেছে মাছ। ছবি : সংগৃহীত
বন্যায় ভেসে গেছে মাছ। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যায় ১০৮৫ হেক্টর জমিতে থাকা ১ হাজার ৮৪০টি পুকুর ও খামারে চাষকৃত বিভিন্ন প্রজাতির ৩ হাজার ৭০০ টন মাছ ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ১১১ কোটি টাকা বলে উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে বিভিন্ন মৎস্য চাষিদের সঙ্গে কথা হলে তাদের হতাশার চিত্র তুলে ধরে হতাশার কথা জানান।

হাউমাউ করে কান্নাকণ্ঠে দক্ষিণ কুমিল্লার বড় মৎস্য চাষি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের পাটোয়ারী বহুমুখী অ্যাগ্রো ফিসারিজ মালিক বায়জিদ হোসেন কালবেলাকে জানান, বন্যায় আমার সব শেষ হয়ে গেছে। চোখের পলকে সাড়ে ১০ কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে যায়। আমার দীর্ঘদিনের কষ্টার্জিত মাছের খামার নিমিষেই শেষ হয়ে গেল। আমার আর কিছুই রইল না। পথে বসে গেলাম। ব্যাংক ঋণ, কর্মচারীদের বেতন, ফিড ওষুধ কোম্পানির বকেয়া টাকা কিভাবে পরিশোধ করব জানি না।

তিনি জানান, ব্যাংক লোন, আত্মীয়স্বজন থেকে ধার নিয়ে ও নিজের কাছে যা ছিল সবকিছুই খামারে বিনিয়োগ করেছি। প্রায় ২৪০ একর জায়গায় বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করে আসছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে আমার ব্যবসা চলছিল। বন্যার আগে কোটি টাকার মালিক ছিলাম, আর এখন আমি দেনাদার।

চিওড়া ইউনিয়নের ফয়সাল মৎস্য অ্যান্ড ফিস প্রজেক্ট মালিক ফয়সাল হোসেন জানান, ৪৫ লাখ টাকা ব্যাংক ঋণ নিয়ে ৬৭ একর জলাশয়জুড়ে মৎস্য প্রজেক্ট শুরু করি। আমার এই প্রজেক্টে সাড়ে পাঁচ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বন্যার পানি আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। ব্যাংক ঋণ, ফিড বকেয়া ও কর্মচারীর বেতন কীভাবে পরিশোধ করব জানি না। তাই সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।

চৌদ্দগ্রামকে এম ফিশারিজের মালিক ইঞ্জিনিয়ার সাইদুর রহমান শামীম জানান, ছাত্রজীবন থেকে বড় ভাই খোরশেদ আলমের পরামর্শে ১৯৮৬ সালে মাছ উৎপাদনে জড়িত, ২২ একর জলাশয়ে প্রায় তিন কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। আমাদের জীবনে এই ধরনের ফ্লাড (বন্যা) কোনোদিন দেখিনি কেউ, অতিবৃষ্টি ও ভারতীয় পানির আগ্রাসনে আমাদের প্রতিটি প্রজেক্ট থেকে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে যায়। ২০ আগস্ট এর আগেও আমরা কোটি টাকার মালিক ছিলাম। পরের দিন সকালে নিঃস্ব হয়ে গেলাম, তিন কোটি টাকা ব্যাংকঋণ, ফিড, ওষুধ কোম্পানির এবং কর্মচারীর বেতন কীভাবে পরিশোধ করব জানি না। মৎস্য উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলে আমরা আবেদন করেছি আমাদের আর্থিকভাবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য।

মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের নোমান মৎস্য খামারে মালিক নোমান ভূঁইয়া জানান, ৩৫ একর জমিতে মাছ চাষ করেছি। আমার জীবনের সমস্ত কিছু ফিশারিতে বিনিয়োগ করেছি এখন আমার বলতে আর কিছুই রইল না। স্মরণকালের বন্যায় আমাকে পথে বসিয়ে দিল। পাওনাদারের ভয়ে আজ বাড়িতে এক প্রকার বন্দি হয়ে আছি। এ সময় সরকার আমাদেরকে সহায়তা না করলে আমরা কীভাবে বাঁচব।

একই গ্রামের শহিদুল হক জানান, ২০ একর জমিতে বিভিন্ন জাতের রুই, কাতল, তেলাপিয়া, পাঙাশ মাছ চাষ করে আসছি। বন্যার পানিতে আমার ৭০ লাখ টাকার মাছ ভেসে যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম জানান, বন্যায় চৌদ্দগ্রামে মৎস্য ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, সচিব ও মহাপরিচালক চৌদ্দগ্রাম পরিদর্শন করেছেন। ওই সময় আমরা প্রস্তাব করেছিলাম ব্যাংক লোন ছয় মাস থেকে এক বছর না নেওয়া হয়, এবং স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। এ ছাড়া মৎস্য চাষে উপকরণ দ্রুত সময়ে দেওয়া হয় যাতে করে তারা আবারও মাছ চাষে মনোযোগী হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরিয়া আইন নিয়ে ইসলামপন্থি দলগুলোর অবস্থান কী

ফিক্সিংয়ের অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক শামীম

বিয়েতে রাজি না হওয়ায় অপহরণ, ১৫ দিনেও হদিস মেলেনি স্কুলছাত্রীর

দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল চালু 

বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি, উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বার্তা

তানজিদ ঝড়ে রাজশাহীর সংগ্রহ ১৭৪

এবার পুলিশ কমিশনার ভূমি পেডনেকর

ঢাবি জগন্নাথ হলের সরস্বতী পূজায় মবতন্ত্রবিরোধী বার্তা

ট্রাম্পের চাপে মুসলিম বিশ্ব ইসরায়েলকে সহায়তা করছে : ফজলুর রহমান

অবশেষে জানা গেল বিশ্বকাপ না খেলায় কত টাকার ক্ষতি হবে বাংলাদেশের

১০

নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের তিন শর্ত

১১

রাজধানীর ভাষানটেকে নির্বাচনী জনসভায় তারেক রহমান

১২

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কাজ করবে ঢাবি-ব্র্যাক

১৩

মায়ের সঙ্গে পূজায় ইয়ালিনি

১৪

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

১৫

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

১৬

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য

১৭

১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

১৮

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া

১৯

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

২০
X