বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘পাঁচ বছরে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে জামায়াত’

সিরাতুন্নবি (সা.) মাহফিলে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা
সিরাতুন্নবি (সা.) মাহফিলে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পাঁচ বছরে জামায়াতে ইসলামী বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে, যেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না। শ্রমিকের ন্যূনতম বেতন থাকবে ৩০ হাজার টাকা।

রোববার (৬ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবি (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, ইসলামের ভিত্তিতে দেশ চললে সংখ্যালঘুরাও নিরাপদ থাকবে, নারীরাও নিরাপদে চলাফেরা করতে পারবে। সব মানুষের অধিকার নিশ্চিত হবে। আমরা আগামীর বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ঘুষখোর চাই না। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার সে সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করতেই আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, দেশে বিগত ৫৩ বছরে আমরা অনেক দেখেছি। অনেক জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছি। ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে হজরত মোহাম্মদকেও (সা.) অনেক অত্যাচার, জুলুম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমরা নবীর উম্মত হিসেবে রাসুলের সুন্নাহ বাস্তবায়নে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি।

ঢাকা মহানগর উত্তরের আমির বলেন, মোহাম্মদকে (সা.) ভালোবেসে আমরা দ্বীনের বিজয়ের জন্য প্রস্তুত আছি। বাংলাদেশেও মক্কা বিজয়ের ঘটনা ঘটবে। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। স্বাধীন এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম আমরা বরদাশত করব না। আমরা মানুষের দুর্দশা লাগব করব। সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের অন্দোলন চলবে।

উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবহানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা দক্ষিণের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আব্দুল হান্নান ও সিলেট জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি হাফিজ নাজমুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন পূরণের আগেই ফিরেছেন লাশ হয়ে

পঞ্চগড়ে তাবলিগ জামায়াতের পাকিস্তানি সূরা সদস্যের মৃত্যু

‘বিদেশিদের স্বার্থকে প্রাধান্য দেবে এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না’

আদালত চত্বর থেকে পালাল আসামি

মেডিকেল ভর্তি পরীক্ষা : প্রেক্ষাপট বাংলাদেশ

আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক : সিবগাতুল্লাহ সিগবা

১০ মণ ওজনের শাপলাপাতা মাছ, ১ লাখ ৩১ হাজারে বিক্রি

‘বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে’

কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলায় জড়িত ২ জন গ্রেপ্তার

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে সারজিসের স্ট্যাটাস

১০

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

১১

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেকৃবিতে এ্যাবের দোয়া

১২

রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

১৩

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের গণমিছিল

১৫

ক্রস বর্ডারে ১৮৯৪ এয়ার টিকিট বিক্রির অর্থ পাচারের অভিযোগ

১৬

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

১৭

সীমান্তে বাংলাদেশি হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

১৮

আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি

১৯

জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে : দুলু

২০
X