দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হিলিতে কেজিতে ২০ টাকা বাড়ল পেঁয়াজের দাম

পেঁয়াজ। ছবি : সংগৃহীত
পেঁয়াজ। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পূজার ছুটিতে আমদানি বন্ধ থাকায় তিন দিনের ব্যবধানে হিলিবন্দরের খুচরা বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ২০ টাকা। অন্যদিকে আমদানি বাড়লেও কমেনি কাঁচামরিচের দাম। হঠাৎ এসবের দাম বাড়ায় হতাশ প্রকাশ করছেন ক্রেতারা।

বুধবার (৯ অক্টোবর) হিলির বাজার ঘুরে দেখা গেছে, তিনদিন আগেও এই বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছিল ৭০ টাকা কেজি। আজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।

এদিকে কয়েকদিন ধরে হিলি স্থলবন্দরে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের আমদানি। মঙ্গলবার (৮ অক্টোবর) একদিনে বন্দরে ভারতীয় ৪৯টি ট্রাকে ৪৪০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২২০ টাকা কেজি। খুচরা বাজারে তা বিক্রি হয়েছিল ২৪০ টাকা কেজি। আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমে আজ তা পাইকারি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। খুচরা বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি। তবে বন্দর বন্ধ হওয়ায় মরিচের দাম বৃদ্ধির শঙ্কা করছেন সাধারণ মানুষ।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা হাবিবুর রহমান নামে একজন বলেন, এক সপ্তাহ আগেও পেঁয়াজ ৭০ টাকা দরে কিনলাম। সেই পেঁয়াজ আজ কিনলাম ৯০ টাকা কেজি। তাহলে আমরা সাধারণ মানুষরা যারা দিনে এনে দিনে খাই তাদের কীভাবে চলবে।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা রইসুল ইসলাম বলেন, দেশে একটানা ভারি বর্ষণের কারণে কাঁচামরিচের উৎপাদন কম হয়। দেশে এজন্য মরিচের দাম বাড়ছে। বাজারে দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে আমদানি করছে। কিন্তু মানুষের উপকার কী হচ্ছে। দাম তো ঠিকই ২০০ টাকারও বেশি।

হিলি বাজারে খুচরা ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, গত ২/৩ দিন বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। কাঁচামরিচের দাম কয়েকদিন থেকে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমছে। হিলি পোর্ট পূজার জন্য বন্ধ। দাম বাড়ান বড় বড় ব্যবসায়ীরা, আমাদের কিছু করার থাকে না।

হিলি বন্দরে পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিকারক বাবুল হোসেন বলেন, পেঁয়াজে তেমন লাভ নেই। ভারত থেকে আনতেই ৮৫ টাকা পড়ছে, লাভ না হয়ে উল্টো লোকসান হচ্ছে। তাই কয়েক দিন থেকে পেঁয়াজ আমদানি করছি না। তবে কাঁচামরিচ আমদানি করছি।

তিনি বলেন, বর্তমান কাঁচামরিচ আমদানি অনেক বেশি হচ্ছে। মঙ্গলবার ৪৯ গাড়ি কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দরে। পেঁয়াজের দাম বাড়লেও আগের চেয়ে কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি

আসছে টানা ৩ দিনের ছুটি

ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণ, খালু গ্রেপ্তার

ফের ৩ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

ঝাড়খণ্ড / ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে এইচআইভি আক্রান্ত ৫ শিশু

আইসিসির সভায় এশিয়া কাপের ট্রফি হস্তান্তর নিয়ে যা হলো

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ

‘ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে’

নাসির গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১০

মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমবে তাপমাত্রা

১১

মঞ্জুরুল ও জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য আরেক নারী ক্রিকেটারের

১২

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৩

সন্ত্রাসী ‘বুইস্যার’ সহযোগী ইয়াছিন অস্ত্রসহ ধরা

১৪

যে কারণে এসএ টোয়েন্টিতে খেলা হচ্ছে না তাইজুলের

১৫

শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন: ট্রাম্প

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

যৌন হয়রানির অভিযোগ: সবার প্রতি যে অনুরোধ করলেন মঞ্জুরুল

১৮

বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা

১৯

ওয়ালটনে চাকরির সুযোগ

২০
X