মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকশূন্য শেবাচিমের বার্ন ইউনিট

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, শেবাচিম। ছবি : কালবেলা
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, শেবাচিম। ছবি : কালবেলা

দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। ৩৫ বেডের এই গুরুত্বপূর্ণ ইউনিটটিতে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় পোড়া রোগীদের সঠিক চিকিৎসা সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের সহায়তায় কোনো রকমে চলছে এই ইউনিট, যা রোগীদের চিকিৎসার মানকে প্রশ্নবিদ্ধ করছে।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের দেড় বছর বয়সী শিশু মেহেদী হাসান মিরাজ গরম পানিতে পুড়ে যাওয়ার পর বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। তার বাবা আল-আমিন বলেন, এতদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অথচ কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাচ্ছেন না। শুধু মেহেদী নয়, এমন অভিযোগ এ ওয়ার্ডে চিকিৎসাধীন প্রতিটি রোগীর।

২০২২ সালে ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনার পর বার্ন ইউনিট চালু করা হলেও ডা. মারুফুল ইসলাম এক মাস আগে বদলি হয়ে ঢাকায় চলে যাওয়ায় বর্তমানে এই ইউনিটে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে ইউনিটটি এখন চিকিৎসকশূন্য। ফলে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের ওপর ভরসা করে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। এমনকি ওয়ার্ডে পর্যাপ্ত সেবিকা, আয়া, এবং শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় রোগীরা ভোগান্তিতে পড়ছেন। এয়ারকন্ডিশন নষ্ট এবং বৈদ্যুতিক ফ্যানগুলোর অচল অবস্থার কারণে গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন রোগীরা। এ ছাড়া ওয়ার্ডে পরিচ্ছন্নতার মানও অত্যন্ত নিম্নমানের, যেখানে ময়লা-আবর্জনা জমে থাকার কারণে রোগীরা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।

শেবাচিম হাসপাতালের সহকারি-পরিচালক রেজওয়ানুল আলম চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন, বার্ন ইউনিটসহ বিভিন্ন বিভাগে চিকিৎসকের পদ শূন্য রয়েছে, এবং এসব পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, বরিশালে নতুন দশতলা ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে আধুনিক বার্ন ইউনিট থাকবে। এটি পাস হলে ঢাকায় যাওয়ার প্রয়োজনীয়তা কমে যাবে।

বার্ন ইউনিটে চিকিৎসা সংকট এবং অবকাঠামোগত সমস্যার কারণে রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে, তবে এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে দক্ষিণাঞ্চলের মানুষকে আরও দীর্ঘদিন ঢাকামুখী হতে হবে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট মহলকে শিগগিরই কার্যকর পদক্ষেপ নিয়ে জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি কক্ষ, একটি ইতিহাস

ডাকসু নির্বাচন / আ.লীগের বিভিন্ন গ্রুপে ভিপি পদে শামিমকে জেতানোর নির্দেশনা!

শেষ সময়ে ডাকসু নির্বাচনের ৬ প্রার্থীকে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ 

ডাকসু নির্বাচন / নকল আইডি কার্ড তৈরি করে ঢাবিতে প্রবেশের চেষ্টা, আটক ১

স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য বিবেচনা করেই ডাকসুতে ভোট দিন : ছাত্রদল সেক্রেটারি

বিএনপি ক্ষমতায় গেলে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রয়োজন হবে : আমীর খসরু

ডাকসু নির্বাচন / ব্যালটে ‘ক্রস চিহ্ন’ এঁকে ভোট, ভাঁজ করতে মানা

বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

যে কেন্দ্রে ভোট দেবেন শিবিরের সাদেক কায়েম ও ফরহাদ

১০

কবে থেকে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১১

এশিয়া কাপের দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুললেন আইয়ার

১২

রাত পোহালেই ডাকসু নির্বাচন, ৩৪ ঘণ্টা যেসব বিধি ও নিষেধ

১৩

পাঞ্জাব কিংসের প্রতি অসম্মানের অভিযোগ তুললেন ক্রিস গেইল

১৪

‘ডাকসুর মাধ্যমে আগামী রাজনীতির যাত্রাপথ স্পষ্ট হবে’

১৫

কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার মারা গেছেন

১৬

ডাকসুর ভোট গুনতে ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে কত?

১৭

ভোটের রাতে আরেকজনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এক প্রার্থী

১৮

পুলিশ ক্যাম্পে হামলায় জড়িত শীর্ষ নৌ-ডাকাত গ্রেপ্তার

১৯

এবারের ডাকসু নিয়ে কেন এত আলোচনা, কারণ জানালেন বিশ্লেষকরা

২০
X