তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় যুবক আটক

আটককৃত যুবক শান্ত ইসলাম। ছবি : কালবেলা
আটককৃত যুবক শান্ত ইসলাম। ছবি : কালবেলা

পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শান্ত ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকার বর্মতোল এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে বিজিবি।

রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা (এএসসি)।

আটককৃত যুবক শান্ত ইসলাম ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ গ্রামের মৃত হালিম ব্যাপারির ছেলে।

বিজিবি জানায়, পঞ্চগড় জেলার সদর থানাধীন ঘাগড়া বিওপির সীমান্ত পিলার ৭৫৪/এমপি থেকে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্মতোল নামক স্থান দিয়ে বুধবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। পরে ওই এলাকার মানবপাচারকারী ইউসুফ আলী বাড়িতে অভিযান চালালে শান্ত ইসলাম নামে যুবককে আটক করে বিজিবি। এ সময় পালিয়ে যায় মানব পাচারের সঙ্গে জড়িতরা।

পরে আটক যুবক জিজ্ঞাসাবাদে জানায়, ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দুজন দালালের মাধ্যমে তিনি মানবপাচারকারী ইউসুফ আলীর বাড়িতে যান। মানব পাচারকারী ইউসুফ আলীর সঙ্গে আরও ৫-৬ জন মানব পাচারকারী সিন্ডিকেট সদস্য তাকে পাচারের কাজে সম্পৃক্ত রয়েছে বলেও জানান।

এদিকে আটক শান্তকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ৩টি মোবাইল ফোনসহ পঞ্চগড় সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় শান্ত ইসলাম নামে এক যুবককে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ী আটক করা হয়েছে। এ ঘটনায় পাচারকারী সদস্য শান্ত ইসলাম ও ইউসুফ আলীসহ জড়িত আরও ৫ জনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে : ইশরাক

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

১০

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

১১

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

১২

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

১৩

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

১৪

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১৫

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১৬

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৮

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৯

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
X