সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দমকা হাওয়াসহ ভোর থেকে বৃষ্টি

ঘূর্ণিঝড় দানার প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকাসহ জেলার সর্বত্রই থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় দানার প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকাসহ জেলার সর্বত্রই থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর রাত থেকে সাতক্ষীরার উপকূলীয় এলাকাসহ জেলার সর্বত্রই থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির সঙ্গে মাঝে মাঝেই দমকা হাওয়া বইছে। উপকূলের নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা উপকূল নিরাপদ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এরইমধ্যে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্গত মানুষের পাশে থাকার জন্য সাতক্ষীরার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন নীল এলাকার হুদা মালী জানান, বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে ভারি বৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে দমকা হাওয়া। উপকূলের সব নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তবে এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ৬টার পর থেকে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৬টার মধ্যে ভারতের উড়িষ্যার পুরী ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। এ কারণে সাতক্ষীরা উপকূলে তেমন ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

তিনি বলেন, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেলে সাতক্ষীরা উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে, তবে তা এখন স্বাভাবিক থাকার কারণে এমনকিছুর সম্ভাবনাও নেই। বলা যেতে পারে ঘূর্ণিঝড় দানা থেকে সাতক্ষীরা উপকূল নিরাপদ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরায় ৮৮৭টি সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ৪ লাখ ৪৩ হাজার ৫০০ মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারবেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলার সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, ৫ লাখ টাকার গো খাদ্য, ৫ লাখ টাকার শিশু খাদ্য, ৮০০ টন চাল এবং নগদ অর্থ প্রায় ৭ লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ট্রলার ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি যে তাদের স্বার্থপর ছেলে’ লিখে যুবকের আত্মহত্যা

ইসরায়েলকে এআই সেবা দেওয়ার কথা স্বীকার মাইক্রোসফটের

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ

ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

খুবিতে হত্যাচেষ্টা মামলা নিয়ে বিতর্ক, রিমান্ড নামঞ্জুর

ইউআইইউ’র টেলিকম ও আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন

রাতে দিল্লির ম্যাচে কি দেখা যাবে মোস্তাফিজকে?

সংঘাত নয়, শান্তিই পাকিস্তানের অগ্রাধিকার : আইএসপিআর

গৌরবের বদলে গ্লানির গল্প: ম্যানসিটির ভুলে যাওয়ার মতো মৌসুম

১০

জবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

১১

বিচারককে হেনস্তা : বিএনপিপন্থি চার আইনজীবীকে শোকজ

১২

২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

১৩

ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

১৪

বার্সায় যেতে বেতন কমাতেও রাজি রাশফোর্ড!

১৫

সময়মতো নির্বাচন দেওয়া না হলে মাঠে নামবোই : ফারুক

১৬

‘আমরা এদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাবো'

১৭

হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন : ডিএনসিসি

১৮

বিমানের বহুল আলোচিত ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট বন্ধ হচ্ছে

১৯

স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে : বাণিজ্য উপদেষ্টা

২০
X