সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

টানা ভারি বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার, হোটেলে বন্দি হাজারো পর্যটক

টানা বৃষ্টিতে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি : কালবেলা
টানা বৃষ্টিতে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি : কালবেলা

ভরা বর্ষায় টানা ভারি বর্ষণে কক্সবাজারের স্বাভাবিক জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। এতে হোটেল-মোটেল জোনসহ কক্সবাজার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাধের কক্সবাজার দেখতে এসে আবাসিক হোটেলে কক্ষে বন্দি হয়ে পড়েছেন হাজার বিশেক পর্যটক। প্রবল বর্ষণে চোখ খোলার ফুসরত নেই। যার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত আজ সারাদিন ফাঁকা ছিল।

গত তিনদিন টানা বৃষ্টি হলেও সোমবার (০৭ জুলাই) সকাল থেকে কক্সবাজার জেলার সর্বত্র অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। আকাশ ভাঙা বৃষ্টিতে কক্সবাজারের উন্নয়নের গতি থমকে গেছে। বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের স্বাভাবিক পথচলা।

কক্সবাজার শহর ঘুরে দেখা যায়, কলাতলি হোটেল-মোটেল জোনের প্রধান সড়ক ও অভ্যন্তরীণ সড়কসমূহ অন্তত দুই-তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। এছাড়া শহরের বিশাল জনগোষ্ঠীর সমিতিপাড়া, টেকপাড়া, মাঝিরঘাট, বার্মিজ মার্কেট, বড় বাজার, পিটি স্কুল সংলগ্ন সমিতি বাজার সড়ক প্লাবিত হয়েছে। ফলে কক্সবাজারের স্বাভাবিক জীবন যাত্রা অচল হয়ে পড়ে।

টানা ভারি বর্ষণের প্রভাব পড়েছে কক্সবাজার পর্যটন শিল্পে। হোটেল বন্দি পর্যটকরা রুমে অলস সময় পার করছেন। অনেকেই বৃষ্টির আধিক্যে কক্সবাজার ছাড়ছেন।

অন্যদিকে টানা বর্ষণে টেকনাফের শাহপরীর দ্বীপসহ অনেক এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। গৃহবন্দি হয়ে পড়েছে টেকনাফের হাজারো মানুষ। কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী, মাতামুহুরি, রেজুখালে উপর থেকে ধেয়ে আসা পানি বৃদ্ধি পেয়ে বন্যার উপক্রম হয়েছে। তবে এসব নদীতে এখনো পানি বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে।

কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে আসা মেহেদী হাসান জানান, ভারি বৃষ্টির কারণে রুম থেকেই বেরোতে পারিনি। রেস্তোরাঁয় খাচ্ছি আর ঘুমুচ্ছি।

কক্সবাজার শহরের বাসিন্দা অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী কালবেলাকে জানান, টানা ভারি বর্ষণে পিটি স্কুল সংলগ্ন সমিতি বাজার সড়কসহ শহরের নিম্নাঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতো বৃষ্টি বিগত কয়েক বছরে দেখিনি।

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্র জানায়, বিগত ২৪ ঘণ্টায় (বিকেল ৩টা পর্যন্ত) কক্সবাজারে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারি ও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারি বৃষ্টিপাতে কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারি বর্ষণজনিত কারণে কক্সবাজার শহর ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১০

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১১

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১২

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৩

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৪

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৫

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৬

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৭

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১৮

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১৯

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

২০
X