কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

টানা ভারি বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার, হোটেলে বন্দি হাজারো পর্যটক

টানা বৃষ্টিতে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি : কালবেলা
টানা বৃষ্টিতে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি : কালবেলা

ভরা বর্ষায় টানা ভারি বর্ষণে কক্সবাজারের স্বাভাবিক জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। এতে হোটেল-মোটেল জোনসহ কক্সবাজার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাধের কক্সবাজার দেখতে এসে আবাসিক হোটেলে কক্ষে বন্দি হয়ে পড়েছেন হাজার বিশেক পর্যটক। প্রবল বর্ষণে চোখ খোলার ফুসরত নেই। যার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত আজ সারাদিন ফাঁকা ছিল।

গত তিনদিন টানা বৃষ্টি হলেও সোমবার (০৭ জুলাই) সকাল থেকে কক্সবাজার জেলার সর্বত্র অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। আকাশ ভাঙা বৃষ্টিতে কক্সবাজারের উন্নয়নের গতি থমকে গেছে। বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের স্বাভাবিক পথচলা।

কক্সবাজার শহর ঘুরে দেখা যায়, কলাতলি হোটেল-মোটেল জোনের প্রধান সড়ক ও অভ্যন্তরীণ সড়কসমূহ অন্তত দুই-তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। এছাড়া শহরের বিশাল জনগোষ্ঠীর সমিতিপাড়া, টেকপাড়া, মাঝিরঘাট, বার্মিজ মার্কেট, বড় বাজার, পিটি স্কুল সংলগ্ন সমিতি বাজার সড়ক প্লাবিত হয়েছে। ফলে কক্সবাজারের স্বাভাবিক জীবন যাত্রা অচল হয়ে পড়ে।

টানা ভারি বর্ষণের প্রভাব পড়েছে কক্সবাজার পর্যটন শিল্পে। হোটেল বন্দি পর্যটকরা রুমে অলস সময় পার করছেন। অনেকেই বৃষ্টির আধিক্যে কক্সবাজার ছাড়ছেন।

অন্যদিকে টানা বর্ষণে টেকনাফের শাহপরীর দ্বীপসহ অনেক এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। গৃহবন্দি হয়ে পড়েছে টেকনাফের হাজারো মানুষ। কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী, মাতামুহুরি, রেজুখালে উপর থেকে ধেয়ে আসা পানি বৃদ্ধি পেয়ে বন্যার উপক্রম হয়েছে। তবে এসব নদীতে এখনো পানি বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে।

কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে আসা মেহেদী হাসান জানান, ভারি বৃষ্টির কারণে রুম থেকেই বেরোতে পারিনি। রেস্তোরাঁয় খাচ্ছি আর ঘুমুচ্ছি।

কক্সবাজার শহরের বাসিন্দা অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী কালবেলাকে জানান, টানা ভারি বর্ষণে পিটি স্কুল সংলগ্ন সমিতি বাজার সড়কসহ শহরের নিম্নাঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতো বৃষ্টি বিগত কয়েক বছরে দেখিনি।

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্র জানায়, বিগত ২৪ ঘণ্টায় (বিকেল ৩টা পর্যন্ত) কক্সবাজারে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারি ও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারি বৃষ্টিপাতে কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারি বর্ষণজনিত কারণে কক্সবাজার শহর ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

টিভিতে আজকের যত খেলা

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৩

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১৪

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

১৫

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

১৬

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১৭

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১৮

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১৯

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

২০
X