তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

মহানন্দার দুই পাড়ে হরিজন সম্প্রদায়ের ছট পূজা

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে মহানন্দা নদীর দুই পাড়ে হরিজনদের ছট পূজা পালন। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে মহানন্দা নদীর দুই পাড়ে হরিজনদের ছট পূজা পালন। ছবি : কালবেলা

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত নদী মহানন্দা নদীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো সনাতন সম্প্রদায়ের হরিজনদের ছট পূজা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঈদগাহ বস্তি এলাকার মহানন্দা নদীর তীরে এ পূজা অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সময় স্নান, পূজা-অর্চনা এবং প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের পূজার আনুষ্ঠানিকতা। মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দূরীকরণ, বিভিন্ন মানত পূরণে এই তিন সম্প্রদায়ের মানুষ ছট ব্রতের মাধ্যমে সূর্য নারায়ণের পূজা করেন তারা। এ পূজায় বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে।

জানা গেছে, দেশ স্বাধীনের আগে ও পরে বাংলাদেশ-ভারত দুদেশের সনাতন ধর্মাবলম্বীরা একসঙ্গে উদযাপন করতো ছট পূজা। মাঝখানে সীমান্ত আইনের কারণে আটকে যায় একসঙ্গে উভয়ের দেশের নাগরীকদের এ ছট পূজা পালন।

এবার বাংলাদেশ-ভারতকে ভাগ করা মহানন্দা নদীর তীরে দুদেশের নাগরিকরা পালন করছে এ উৎসব। সীমান্ত আইন মেনে বিজিবির পাহারায় তেঁতুলিয়ার সদরের ইউনিয়নের ঈদগাহ বস্তি সীমান্তের মহানন্দা নদীতে অনুষ্ঠিত হয় ছট পূজা। দিনভর চলে পূজার প্রস্তুতি। সন্ধ্যা থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা।

শান্তি লাল ও নন্দিনী লাল বলেন, সূর্যকে পূজা করা হয় বলে এটিকে সূর্য পূজা বলা হয়। এ পূজায় আমরা খুব আনন্দ করি। এতে তিন দিন উপবাস থাকতে হয়। এখানে ভারতের লোকজন পূজা করে, আমরাও তাদের সঙ্গে এ উৎসবে অংশ নিয়ে আনন্দ উপভোগ করি।

তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাহেবজোত এলাকার কৃষাণ লাল জানান, আমার বাসা তেঁতুলিয়ায়। গত ২০-২২ বছর ধরে সূর্য পূজা করে আসছি। আমরা এটাকে ছট পূজা বলে থাকি। ভারত ও বাংলাদেশ মিলেমিশে সুষ্ঠুভাবে মহানন্দা নদীর দুপাড়ে এ পূজা করে যাচ্ছি। বর্তমান বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যেন আরও সুযোগ-সুবিধা পাই। যাতে পরে আরও ভালোভাবে করতে পারি।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ এবং সেই সাক্ষ্যবহন করে আজকের এ পূজা। যেখানে বাংলাদেশের হরিজন পল্লীর সদস্যরা সূর্য পূজা (ছট পূজা) করেছে এবং অপর দিকে ভারতের যারা এ সম্প্রদায়ের সদস্য আছেন তারাও করেছেন। তবে মহাপরিচালক বিজিবির এক অনন্য নির্দেশ হচ্ছে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তার ও আস্থার প্রতীক। সেই ধারাবাহিকতায় বিজিবি সার্বক্ষণিক তার দায়িত্ব পালন করছে। সে যে সম্প্রদায় বা ধর্মেরই হোক সীমান্তের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১০

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১১

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১২

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৩

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

১৪

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১৫

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৬

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

১৭

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

১৮

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

১৯

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

২০
X