সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার নেতৃত্বে প্রধান শিক্ষকের ওপর হামলায় মামলা

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়, ইনসেটে ছাত্রদল নেতা আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়, ইনসেটে ছাত্রদল নেতা আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

ছাত্রদল নেতার নেতৃত্বে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) শ্যামনগর থানায় হামলার শিকার প্রধান শিক্ষক আয়ুব আলী মামলাটি করেন। মামলায় উক্ত বিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, গত ১০ নভেম্বর অফিসে ঢুকে উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলীর ওপর হামলার ঘটনা ঘটে। উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সালামের নেতৃত্বে উক্ত হামলায় বিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়াসহ পাঁচ-ছয় জন অংশ নেয় বলে অভিযোগ ওঠে। এসময় চোখে মুখ ও মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত প্রধান শিক্ষককে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে শ্যামনগর থানার ওসি হুমায়ন কবীর মোল্যা ও শিক্ষক সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হামলার শিকার শিক্ষক আয়ুব আলী জানান, গত ১০ নভেম্বর বিদ্যালয়ে পৌঁছে তিনি নিজ অফিসে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এক পর্যায়ে বেলা ১২টার দিকে ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে পাঁচ-ছয় জন তরুণ অফিস কক্ষে ঢুকেই তাকে মারধর শুরু করে। এসময় তার ডাক-চিৎকারে পাঠদানরত অপরাপর শিক্ষকরা শ্রেণিকক্ষ ছেড়ে এগিয়ে গেলে হামলাকারীরা আবারও আসার হুমকি দিয়ে চলে যায়।

আয়ুব আলী আরও জানান, প্রায় তিন বছর পূর্বে বিদ্যালয়ের এলএমএসএস (নৈশ প্রহরী) পদে কর্মরত গোলাম কিবরিয়ার চাকরি চলে যায়। এক ছাত্রীকে অপহরণ ও পর্ণ ভিডিও ধারণসহ পূর্বের একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শকের নির্দেশে পরিচালনা পর্ষদ তাকে চাকরিচ্যুত করেন। সে ঘটনায় রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতাকে নিয়ে তার ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ন কবীর মোল্যা জানান, প্রধান শিক্ষক আইয়ুব আলীর ওপর হামলার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নেওয়া হ‌বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাওয়া-দাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

হলি রোজারি চার্চে বোমা হামলার ঘটনায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নিন্দা 

নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি?

দেশের সব বিমানবন্দরের জন্য জরুরি ১০ নির্দেশনা

জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না : আমান

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আবারও ইসরায়েলি হামলা

জেহাদ স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ

১০

কোমর ব্যথা কমাতে ফিজিওথেরাপি

১১

জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী

১২

শান্তিতে নোবেল পাওয়া মাচাদোর রাজনৈতিক ইতিহাস

১৩

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া

১৪

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

১৫

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর

১৬

কিউইদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

১৭

ধানের শীষকে বিজয়ী করতে জনসাধারণ মুখিয়ে রয়েছে : ড. কিবরিয়া

১৮

নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, আজই আবেদন করুন

১৯

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল

২০
X