আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এর মধ্য দিয়ে দেশের আরও ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো। এ নিয়ে গৃহ ও ভূমিহীনমুক্ত জেলার সংখ্যা ২১টি।
এর অংশ হিসেবে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ১৩৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর করেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এ ছাড়াও নেত্রকোণা সদর উপজেলায় জমি ও ঘর পাওয়া দশটি পরিবারের হাতে জমির দলিল হস্থান্তর করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম। এ সময় জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন