নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘৩০ বছর ঢাকা যাই না, আমি নাকি মিরপুরে কার পায়ে গুলি মারছি’

সংবাদ সম্মেলনে পরিবারসহ মো. সোবহান মিয়া। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে পরিবারসহ মো. সোবহান মিয়া। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মো. সোবহান মিয়া (৬০) নামে এক কৃষককে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়েছে। গত ২১ নভেম্বর ঢাকার মিরপুর মডেল থানায় নাদিয়া আক্তার রিয়া নামে এক নারী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মো. সোবহান মিয়ার দুই ছেলেকেও আসামি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মো. সোবহান মিয়া নিজের সন্তানদের নিয়ে এ ঘটনা থেকে রেহাই পেতে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সোবহান মিয়া বলেন, ‘আমি ২৫ থেকে ৩০ বছর ধরে ঢাকা যাই না। ঢাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাড়ির পাশের জমিতে আমি কৃষিকাজ করি। গ্রামের পাশে বাজারে আমার দুই ছেলে ব্যবসা করে। তাদের জন্য প্রতিদিন বাজারে খাবার নিয়ে যাই। আমি নাকি মিরপুরে কার পায়ের মধ্যে গুলি মারছি! ঢাকার এক মামলায় তারা আমার ও আমার দুই ছেলের নাম দিয়েছে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালাম উল্লাহ্‌ (৩০) নামে এক ব্যক্তি মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হন। পরে ২১ নভেম্বর এ ঘটনাকে কেন্দ্র করে নাদিয়া আক্তার রিয়া নামে এক নারী বাদী হয়ে ৪৮ জনকে আসামি করে ঢাকার মিরপুর মডেল থানায় মামলা করেন। এ মামলায় মো. সোবহান মিয়াকে ১৮ নং আসামি করা হয়। মামলায় দেখানো হয়েছে, সোবহান মিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।’

তবে এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লতিফ হোসেন জানান, চাতলপাড় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হলেন অরুপ রায় চৌধুরী। এই ইউনিয়নে সোবহান মিয়া নামে আওয়ামী লীগের কোনো নেতা নেই।

সোবহান মিয়ার মেয়ে উম্মে খাদিজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বুধবার বিকালে বাবার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার পরিবারের সবার সক্রিয় অংশগ্রহণ ছিল। এখন শুনছি, আমার বাবা আর ভাইদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর মামলায় আসামি করা হয়েছে। আমার বাবা ও পরিবারের কোনো সদস্য কখনোই মিরপুরে যায়নি। আমার বাবা একজন কৃষক ও দুই ভাই বাজারের ব্যবসা করে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য যারা আমাদের মামলার হুমকি দিত, এখন তারাই আমাদের মামলা দিচ্ছে। তা হলে আন্দোলন করে লাভ কী?

সোবহান মিয়ার ছেলে ও মামলার আসামি জাহাঙ্গীর মিয়া বলেন, এই মামলার সঙ্গে আওয়ামী লীগের একটি চক্র জড়িত আছে। আমার চাচার সঙ্গে জায়গা নিয়ে বিরোধ আছে আমাদের। এ ঘটনায় আমার চাচা রউফ মিয়া ও চাতলপাড় ইউনিয়নের যুবলীগ নেতা আমিনুল ইসলাম ভুঁইয়া মামলায় আমাদের নাম দিয়েছেন।

এ বিষয়ে জানতে এজাহারে থাকা মামলার বাদী নাদিয়া আক্তার রিয়াকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পরই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, এ ধরনের মিথ্যা মামলা হওয়াটা দুঃখজনক। একটা নিরপরাধ ব্যক্তিও যেন মিথ্যা মামলার শিকার না হন, এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে নিয়মের কারণে বিপিএল খেলার অনুমতি পেলেন পিযুষ চাওলা

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের

শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

‘খালেদা জিয়াকে জেলের ভেতর স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে’

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

১০

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

১১

প্রতিদিন ২টি করে খেজুর খেলে কী ঘটে শরীরে? যা বলছেন পুষ্টিবিদ

১২

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

১৩

এক ম্যাচে ১৭ লাল কার্ড, মাঠে যা ঘটেছিল (ভিডিও)

১৪

খালেদা জিয়া কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

১৫

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

১৬

কফি পান করার সেরা সময় কখন?

১৭

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

১৮

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

১৯

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

২০
X