নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘৩০ বছর ঢাকা যাই না, আমি নাকি মিরপুরে কার পায়ে গুলি মারছি’

সংবাদ সম্মেলনে পরিবারসহ মো. সোবহান মিয়া। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে পরিবারসহ মো. সোবহান মিয়া। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মো. সোবহান মিয়া (৬০) নামে এক কৃষককে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়েছে। গত ২১ নভেম্বর ঢাকার মিরপুর মডেল থানায় নাদিয়া আক্তার রিয়া নামে এক নারী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মো. সোবহান মিয়ার দুই ছেলেকেও আসামি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মো. সোবহান মিয়া নিজের সন্তানদের নিয়ে এ ঘটনা থেকে রেহাই পেতে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সোবহান মিয়া বলেন, ‘আমি ২৫ থেকে ৩০ বছর ধরে ঢাকা যাই না। ঢাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাড়ির পাশের জমিতে আমি কৃষিকাজ করি। গ্রামের পাশে বাজারে আমার দুই ছেলে ব্যবসা করে। তাদের জন্য প্রতিদিন বাজারে খাবার নিয়ে যাই। আমি নাকি মিরপুরে কার পায়ের মধ্যে গুলি মারছি! ঢাকার এক মামলায় তারা আমার ও আমার দুই ছেলের নাম দিয়েছে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালাম উল্লাহ্‌ (৩০) নামে এক ব্যক্তি মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হন। পরে ২১ নভেম্বর এ ঘটনাকে কেন্দ্র করে নাদিয়া আক্তার রিয়া নামে এক নারী বাদী হয়ে ৪৮ জনকে আসামি করে ঢাকার মিরপুর মডেল থানায় মামলা করেন। এ মামলায় মো. সোবহান মিয়াকে ১৮ নং আসামি করা হয়। মামলায় দেখানো হয়েছে, সোবহান মিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।’

তবে এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লতিফ হোসেন জানান, চাতলপাড় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হলেন অরুপ রায় চৌধুরী। এই ইউনিয়নে সোবহান মিয়া নামে আওয়ামী লীগের কোনো নেতা নেই।

সোবহান মিয়ার মেয়ে উম্মে খাদিজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বুধবার বিকালে বাবার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার পরিবারের সবার সক্রিয় অংশগ্রহণ ছিল। এখন শুনছি, আমার বাবা আর ভাইদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর মামলায় আসামি করা হয়েছে। আমার বাবা ও পরিবারের কোনো সদস্য কখনোই মিরপুরে যায়নি। আমার বাবা একজন কৃষক ও দুই ভাই বাজারের ব্যবসা করে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য যারা আমাদের মামলার হুমকি দিত, এখন তারাই আমাদের মামলা দিচ্ছে। তা হলে আন্দোলন করে লাভ কী?

সোবহান মিয়ার ছেলে ও মামলার আসামি জাহাঙ্গীর মিয়া বলেন, এই মামলার সঙ্গে আওয়ামী লীগের একটি চক্র জড়িত আছে। আমার চাচার সঙ্গে জায়গা নিয়ে বিরোধ আছে আমাদের। এ ঘটনায় আমার চাচা রউফ মিয়া ও চাতলপাড় ইউনিয়নের যুবলীগ নেতা আমিনুল ইসলাম ভুঁইয়া মামলায় আমাদের নাম দিয়েছেন।

এ বিষয়ে জানতে এজাহারে থাকা মামলার বাদী নাদিয়া আক্তার রিয়াকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পরই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, এ ধরনের মিথ্যা মামলা হওয়াটা দুঃখজনক। একটা নিরপরাধ ব্যক্তিও যেন মিথ্যা মামলার শিকার না হন, এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

১০

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১১

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১২

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১৩

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৪

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৫

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৬

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৭

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৮

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৯

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

২০
X