রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ। সোমবার (১৪ আগস্ট) বেলা ১০টার দিকে স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নেন।
স্থানীয় কয়েকজন জেলে জানান, রোববার রাতে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মানিকগঞ্জ শিবালয় উপজেলার জেলে গোবিন্দ হালদার জাল ফেলেন। সকালের দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি কাতল মাছ। তাৎক্ষণিকভাবে তারা বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে অবস্থিত দুলালের আড়ত ঘরে। এ সময় উন্মুক্ত নিলামে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কাতল মাছটি কিনে নেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে দুলালের আড়তে যাই। এ সময় দুলালের আড়ত ঘরে বড় একটি কাতল মাছ দেখতে পাই। মাছটির ওজন দিয়ে দেখা যায় প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম হয়েছে। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নেই।
এই মৎস্য ব্যবসায়ী আরও বলেন, কাতল মাছটি কিনে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করা হয়। পরে তার এক পূর্ব পরিচিত ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি পাঠিয়ে দিয়েছেন।
মন্তব্য করুন