কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার কাউন্সিলর টিপু হত্যা, সেই নারীসহ গ্রেপ্তার ৩

নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। ছবি : সংগৃহীত
নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। ছবি : সংগৃহীত

কক্সবাজারে গুলি করে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যায় কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে গ্রেপ্তার তিনজনের বাড়ি খুলনায় বলে তথ্য দিলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি। তবে গ্রেপ্তারদের মধ্যে কক্সবাজারে হোটেল অবস্থানকারী নিহত টিপুর সঙ্গীয় নারীও রয়েছেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন। তাদের তিনজনকে এক সঙ্গে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কক্সবাজার আনা হচ্ছে। বুধবার (১৫ জানুয়ারি) বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। পরদিন শুক্রবার (১০ জানুয়ারি) নিহতের ভগ্নিপতি ইউনুছ আলী শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন গ্রেপ্তার ইফতেখার ও নিহত গোলাম রব্বানী টিপু ও রুমি (২৭) নামে এক নারী।

হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত-সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। নিহত টিপু ও ইফতেখারের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলা রয়েছে। তারা গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আ. লীগ নেতা গ্রেপ্তার

মনোনয়ন জমা দিলেন মীর হেলাল

নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই : মো. আসাদুজ্জামান

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি বাফুফের

১০

দেশের ইতিহাসে স্বর্ণের দামে ফের রেকর্ড, বাড়ল কত?

১১

ভারতের নো-হ্যান্ডশেক নীতিতে পাল্টা অবস্থান পাকিস্তানের

১২

পবিত্র কোরআনের বাণী স্মরণ করে আল্লাহর নির্দেশনা প্রার্থনা এনসিপি নেত্রীর

১৩

রোনালদো-মেসি এক দলে? গুজব নাকি বাস্তবতা

১৪

এনসিপি-জামায়াত জোট : রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম

১৫

হিরো আলম যোগ দিলেন আমজনতার দলে

১৬

সিরিয়ায় বিক্ষোভ ঘিরে সহিংস সংঘর্ষ, নিহত একাধিক

১৭

রাউজানে চূড়ান্ত প্রার্থী গোলাম আকবর খোন্দকার

১৮

ভারতের অধিনায়ক হলে টিকতেন না স্টোকস!

১৯

হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

২০
X