রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিলেন লাখ টাকা

প্রতারক বিজয় কুমার দে-কে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
প্রতারক বিজয় কুমার দে-কে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

রাজবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিকাশে ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়া বিজয় কুমার দে (২৩) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন তিনি।

গ্রেপ্তার বিজয় কুমার দে রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামের গৌর চন্দ্র দে’র ছেলে।

ভুক্তভোগী আয়শা আক্তার মিম জানান, গত বছরের ২৪ অক্টোবর আমি আমার ফেসবুক আইডিতে অন্য একটি আইডি থেকে আইফোনের বিজ্ঞাপন দেখে তার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করি। তখন আমাকে জানায় পড়াশোনার জন্য তিনি আমেরিকা থাকে। আইফোনটি নিতে হলে ডেলিভারি চার্জ বাবদ ৫০০ টাকা তাকে নগদ পার্সোনাল নম্বরে পাঠাতে হবে। তখন তার কথামতো আমি গত বছরের ২৭ অক্টোবর তার দেওয়া নগদ নম্বরে ৫০০ টাকা পাঠিয়ে দেই। টাকা পাঠানোর পরে আমি তাকে আইফোন পাঠানোর কথা বললে তিনি আমাকে বলেন, আপনি মাত্র আমেরিকার খরচ দিয়েছেন আপনাকে বাংলাদেশের খরচ বাবদ আরো ৩ হাজার টাকা পাঠাতে হবে। তখন আমি পুনরায় তাকে ৩ হাজার টাকা পাঠিয়ে দেই।

আমি তাকে টাকা পাঠানোর পরে তিনি আমাকে বলেন, আপনি টাকা পাঠাতে দেরি করে ফেলেছেন আপনাকে জরিমানা বাবদ আরও ১ হাজার ৫০০ টাকা দিতে হবে। তখন তাকে আমি পুনরায় আবার ১ হাজার ৫০০ টাকা প্রদান করি। টাকা প্রদানের পরে আমাকে আইফোন দেওয়ার কথা থাকলেও সে আমাকে ফোন না দিয়ে ফোন দেওয়ার আশ্বাস দিয়ে আমার সরলতার সুযোগ নিয়ে প্রতারণামূলকভাবে গত ২৪ অক্টোবর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় নগদ পার্সোনাল নম্বরে সর্বমোট ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আমি গত ১৪ জানুয়ারি সদর থানায় প্রতারণা মামলা দায়ের করি।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান কালবেলাকে জানান, ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে আমরা সেটি মামলা হিসেবে রেকর্ড করি। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আসামিকে গ্রেপ্তার করি। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করলে আসামি নিজের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন

ঢাকার নতুন ডিসি শফিউল আলম

দেশের ১৫ জেলায় নতুন ডিসি

১৫ বছরের কম বয়সীদের জন্য কড়া সিদ্ধান্ত ডেনমার্কের

নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে : সরোয়ার

আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : মির্জা ফখরুল

বিএনপিতে চাঁদাবাজ-জুলুমবাজদের স্থান নেই : নয়ন

সৌদি প্রো লিগে রোনালদোর নতুন ইতিহাস

নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মী আটক

‘মুলা তোলার আগেই সব শেষ, জমিতে পানি আর পানি’

১০

অবশেষে থামল বায়ার্ন

১১

আইফোন ১৮ প্রো সিরিজের তথ্য ফাঁস, যেসব পরিবর্তন আনছে অ্যাপল

১২

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা নয়, প্রতিভা-মেধা বিকাশের প্ল্যাটফর্ম

১৩

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না : নুর

১৪

তারেক রহমানের সঙ্গে জুলাই শহীদ পরিবারের সাক্ষাৎ, বিএনপির সঙ্গে কাজ করার প্রত্যয়

১৫

কাজাখস্তান তো ইসরায়েলের ‘ব্যবহৃত মাল’ : ফিলিস্তিনি নেতা

১৬

বগুড়ায় যাচ্ছেন মীর স্নিগ্ধ

১৭

সামিরা-ডনের ফাঁসি চেয়ে কাশিমপুরে স্লোগানে উত্তাল

১৮

আদিবাসীদের নবান্ন উৎসব / রাজশাহীতে ওয়ানগালা ও লবান উৎসব উদযাপন

১৯

বিএনপিই পারবে সব সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে : দুলু

২০
X