রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিলেন লাখ টাকা

প্রতারক বিজয় কুমার দে-কে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
প্রতারক বিজয় কুমার দে-কে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

রাজবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিকাশে ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়া বিজয় কুমার দে (২৩) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন তিনি।

গ্রেপ্তার বিজয় কুমার দে রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামের গৌর চন্দ্র দে’র ছেলে।

ভুক্তভোগী আয়শা আক্তার মিম জানান, গত বছরের ২৪ অক্টোবর আমি আমার ফেসবুক আইডিতে অন্য একটি আইডি থেকে আইফোনের বিজ্ঞাপন দেখে তার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করি। তখন আমাকে জানায় পড়াশোনার জন্য তিনি আমেরিকা থাকে। আইফোনটি নিতে হলে ডেলিভারি চার্জ বাবদ ৫০০ টাকা তাকে নগদ পার্সোনাল নম্বরে পাঠাতে হবে। তখন তার কথামতো আমি গত বছরের ২৭ অক্টোবর তার দেওয়া নগদ নম্বরে ৫০০ টাকা পাঠিয়ে দেই। টাকা পাঠানোর পরে আমি তাকে আইফোন পাঠানোর কথা বললে তিনি আমাকে বলেন, আপনি মাত্র আমেরিকার খরচ দিয়েছেন আপনাকে বাংলাদেশের খরচ বাবদ আরো ৩ হাজার টাকা পাঠাতে হবে। তখন আমি পুনরায় তাকে ৩ হাজার টাকা পাঠিয়ে দেই।

আমি তাকে টাকা পাঠানোর পরে তিনি আমাকে বলেন, আপনি টাকা পাঠাতে দেরি করে ফেলেছেন আপনাকে জরিমানা বাবদ আরও ১ হাজার ৫০০ টাকা দিতে হবে। তখন তাকে আমি পুনরায় আবার ১ হাজার ৫০০ টাকা প্রদান করি। টাকা প্রদানের পরে আমাকে আইফোন দেওয়ার কথা থাকলেও সে আমাকে ফোন না দিয়ে ফোন দেওয়ার আশ্বাস দিয়ে আমার সরলতার সুযোগ নিয়ে প্রতারণামূলকভাবে গত ২৪ অক্টোবর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় নগদ পার্সোনাল নম্বরে সর্বমোট ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আমি গত ১৪ জানুয়ারি সদর থানায় প্রতারণা মামলা দায়ের করি।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান কালবেলাকে জানান, ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে আমরা সেটি মামলা হিসেবে রেকর্ড করি। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আসামিকে গ্রেপ্তার করি। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করলে আসামি নিজের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ৭ খুন মামলার আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেপ্তার

দেশের আসার তারিখ জানালেন তারেক রহমান

ব্যালন ডি’অরের পর ফিফা ‘দ্য বেস্ট’ও জিতলেন ডেম্বেলে

ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না : নাহিদ

বিজয় দিবসে ‘গুণীজন সম্মাননা’ পেলেন ইকবাল মান্দ বানু

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩ অস্ত্র উদ্ধার, শুটার ফয়সালের বাবা গ্রেপ্তার

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা জুলাই ঐক্যের

হাদিকে গুলি / সেই মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির

কারাগারে ফুটবল খেলা, বন্দিদের কাছে কর্তৃপক্ষের হার

জামায়াতের এক নেতা বহিষ্কার

১০

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

১১

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগ কর্মী আটক

১২

ইডেনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও জার্নালের মোড়ক উন্মোচন

১৩

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

১৪

তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন যে ১০ জন

১৫

‘স্বাধীনতার ইতিহাস বিকৃত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদান আড়াল করা হয়েছিল’

১৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির বিশেষ নির্দেশনা

১৭

মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়তের কেন্দ্রীয় নেতা

১৮

‘হাওয়া’র পর সুমনের ‘রইদ’

১৯

সিলেটে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত

২০
X