বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিলেন লাখ টাকা

প্রতারক বিজয় কুমার দে-কে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
প্রতারক বিজয় কুমার দে-কে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

রাজবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিকাশে ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়া বিজয় কুমার দে (২৩) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন তিনি।

গ্রেপ্তার বিজয় কুমার দে রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামের গৌর চন্দ্র দে’র ছেলে।

ভুক্তভোগী আয়শা আক্তার মিম জানান, গত বছরের ২৪ অক্টোবর আমি আমার ফেসবুক আইডিতে অন্য একটি আইডি থেকে আইফোনের বিজ্ঞাপন দেখে তার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করি। তখন আমাকে জানায় পড়াশোনার জন্য তিনি আমেরিকা থাকে। আইফোনটি নিতে হলে ডেলিভারি চার্জ বাবদ ৫০০ টাকা তাকে নগদ পার্সোনাল নম্বরে পাঠাতে হবে। তখন তার কথামতো আমি গত বছরের ২৭ অক্টোবর তার দেওয়া নগদ নম্বরে ৫০০ টাকা পাঠিয়ে দেই। টাকা পাঠানোর পরে আমি তাকে আইফোন পাঠানোর কথা বললে তিনি আমাকে বলেন, আপনি মাত্র আমেরিকার খরচ দিয়েছেন আপনাকে বাংলাদেশের খরচ বাবদ আরো ৩ হাজার টাকা পাঠাতে হবে। তখন আমি পুনরায় তাকে ৩ হাজার টাকা পাঠিয়ে দেই।

আমি তাকে টাকা পাঠানোর পরে তিনি আমাকে বলেন, আপনি টাকা পাঠাতে দেরি করে ফেলেছেন আপনাকে জরিমানা বাবদ আরও ১ হাজার ৫০০ টাকা দিতে হবে। তখন তাকে আমি পুনরায় আবার ১ হাজার ৫০০ টাকা প্রদান করি। টাকা প্রদানের পরে আমাকে আইফোন দেওয়ার কথা থাকলেও সে আমাকে ফোন না দিয়ে ফোন দেওয়ার আশ্বাস দিয়ে আমার সরলতার সুযোগ নিয়ে প্রতারণামূলকভাবে গত ২৪ অক্টোবর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় নগদ পার্সোনাল নম্বরে সর্বমোট ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আমি গত ১৪ জানুয়ারি সদর থানায় প্রতারণা মামলা দায়ের করি।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান কালবেলাকে জানান, ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে আমরা সেটি মামলা হিসেবে রেকর্ড করি। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আসামিকে গ্রেপ্তার করি। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করলে আসামি নিজের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

১০

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১১

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১২

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৩

সুর নরম আইসিসির

১৪

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৫

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৬

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৭

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১৮

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১৯

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X