ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ নগরীতে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা, চালকদের বিক্ষোভ

ময়মনসিংহ নগরীতে ইজিবাইক চালকদের বিক্ষোভ কর্মসূচি পালন। ছবি : কালবেলা
ময়মনসিংহ নগরীতে ইজিবাইক চালকদের বিক্ষোভ কর্মসূচি পালন। ছবি : কালবেলা

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে ইজিবাইক চলাচলে অনুমতির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা। রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কাযার্লয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তারা।

এরই মধ্যে নগরীতে যানজট নিয়ন্ত্রণে ৬টি রুটে ইজিবাইক চলাচলে নির্দেশনা দিয়েছে সিটি করপোরেশন।

রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে নির্দেশনার কারণে জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সিকে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশি বাজারে ইজিবাইক চলাচল না করায় স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ।

তারা বলেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে যানজট কমে আসায় কাজের গতি বেড়েছে। এটি অব্যাহত থাকলে মানুষের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে।

অপরদিকে চালকরা বলছেন, ইজিবাইকপ্রতি ৮ হাজার টাকা খরচ করে তারা লাইসেন্স করার পরও প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তারা। এতে প্রায় ৮ হাজার চালকের পথে বসার উপক্রম হয়েছে। তাই দ্রুত এমন সিদ্ধান্ত তারা প্রত্যাহারের দাবি জানান।

ইজিবাইকচালক মোবারক হোসেন বলেন, যেসব রুটে আমাদের ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেসব রুটে যেতে না পারলে আমাদের গাড়িতে কেউ উঠবে না। আমরা কোনো অন্যায় করছি না, গাড়ি চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করি। আমাদের প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করছেন। আশা করি সুন্দর সমাধান হবে।

চরপাড়া এলাকার আরিফুর রহমান বলেন, সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল করছে না, এতে চলাচলে অনেকটা স্বস্তি মিললেও বেড়েছে ভাড়া। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান কালবেলাকে বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই চালকরা জেলা প্রশাসক ও সিটি করপোরেশন ঘেরাও করেন। সেখানে শৃঙ্খলা ফেরানোর জন্য পুলিশ কাজ করছে। সেটা প্রশাসনিক সিদ্ধান্ত, নিষেধাজ্ঞার বিষয়ে কী করবেন তারাই ভালো জানেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, ইজিবাইকচালকরা আমার কাছে স্মারকলিপি দিয়েছে। যেহেতু বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল সেহেতু সেটি পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। দেখা যাক কী হয়, আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, আটক ২

চার বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় দাদিকে কুপিয়ে হত্যা

২০২৬ সালের ডিভি লটারিতে বাংলাদেশের নাম থাকা নিয়ে বিভ্রান্তিকর প্রচার

কাল সিইসির সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধিদল

নানা বাড়ির ছাদের কার্নিশে পড়ে ছিল স্কুলছাত্রের মরদেহ 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

নতুন সাজে নুসরাত ফারিয়া

রংপুরে ‘তিস্তার ডাক’ কর্মসূচি / নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা খুলছে বৃহস্পতিবার

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ / আসন্ন নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

১০

পুতিনের সঙ্গে বৈঠক করে ‘সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

১১

‘নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছে ভারতীয় জেলেরা’

১২

উত্তরা ইউনিভার্সিটির আয়োজনে গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান

১৩

নির্বাচনের আগে সহিংসতা হলে কঠোর সিদ্ধান্ত, জানাল ইসি

১৪

কিয়েভে রুশ হামলায় শিশুসহ নিহত ৬

১৫

কী থাকছে ‘পারফেক্ট ওয়াইফ’-এ

১৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

১৭

শুভশ্রীর নতুন 

১৮

রাকসুর নির্বাচিতদের গেজেট রাতে, শপথ ২৬ অক্টোবর

১৯

নীরবতা শেষে নতুন রূপে অ্যাডেল

২০
X