সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে ভাঙা হল শেখ মুজিবুরের ম্যুরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাতে শহরের কোর্ট পয়েন্টে সমাবেশ শেষে শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে ম্যুরালটি গুড়িয়ে দেয়। এরপর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিএনপি ও ছাত্রদলের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পৌঁছে ম্যুরালটি ভেঙে দেয়। এ সময়, আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ছিল ‘গুড়িয়ে দাও-গুড়িয়ে দাও’, ‘মুজিববাদ আস্তানা গুড়িয়ে দাও’ এবং ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার মুখপাত্র মালেকা খাতুন বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সমর্থনকারী কোনো স্মৃতিচিহ্ন এখানে থাকতে পারে না। তারা দেশের মানুষের অধিকার হরণ করেছে, গণহত্যাকারী ও ফ্যাসিবাদের চিহ্ন আমাদের সহ্য করা হবে না।’

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রাত ১২টার দিকে শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। এর পর রাত ২ টার দিকে নগরীর মদিনা মার্কেটে বিক্ষোভ মিছিল করা হয়।

এর আগে, শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পাল্টা কর্মসূচি ঘোষণা করেন। তারা বলেন, শেখ হাসিনার কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে।

বুধবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। রাত ৮টায় শাহবাগ থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল, তবে বিকেল থেকেই সেখানে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। সন্ধ্যার পর, সেখানে ব্যাপক জনসমাগম হয় এবং ফ্যাসিবাদ বিরোধী স্লোগান শোনা যায়।

একপর্যায়ে উত্তেজিত ছাত্ররা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর শুরু করে। এর ফলে, আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী উপস্থিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া জনতা দাবি করেন, ‘এ বাড়ি স্বৈরাচারের কেন্দ্র হিসেবে চিহ্নিত, আজ এ চিহ্ন মুছে ফেলা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’ পরে সন্ধ্যায় ফেইসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে না করেই জামালপুর ছাড়লেন চীনা যুবক

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিল মন্ত্রণালয়

মায়ের গায়ে হাত তোলা মানে পুরো জাতির ওপর আঘাত : জামায়াত আমির

নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, অতঃপর...

যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

এবার ভারত থেকে বিশ্বকাপই সরিয়ে নেওয়ার দাবি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে রাষ্ট্র ও সংবিধানে কী কী পরিবর্তন আসবে

হঠাৎ নিপা ভাইরাস আতঙ্ক, ভারতে বিশ্বকাপ হবে তো?

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে : কৃষ্ণনন্দী

প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন

১০

পাবনায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা

১১

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

১২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

১৩

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

১৪

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

১৫

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১৬

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

১৭

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

১৮

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

১৯

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

২০
X