খুলনা ব্যুরো
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৫

গ্রেপ্তার পাঁচ অপহরণকারী। ছবি : কালবেলা
গ্রেপ্তার পাঁচ অপহরণকারী। ছবি : কালবেলা

খুলনায় মোবাইলে গেমস খেলার কথা বলে ১০ বছরের শিশুকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুটিকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার দিঘলিয়া থানার ওসি এইচএম শাহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামিরা হলেন- আহাদ মোল্যা (১৯), মো. আমিনুল ইসলাম ওরফে নাহিদ (১৯), বায়জীদ বোস্তামী (২২), ফয়সাল শেখ (১৯) ও মো. হাসিব শেখ (২৪)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা আমার একই গ্রামের প্রতিবেশী। আমার ছেলে ওয়ালিদ শেখ প্রতিদিনের ন্যায় রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে হরিপদ মাঠে খেলাধুলা করতে যায়। কিন্তু খেলাধুলা শেষে বাড়ি না ফেরায় আমিসহ আমার আত্মীয়স্বজন ছেলেকে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ৮টা ২৬ মিনিটের সময় অজ্ঞাত নম্বর থেকে ঢাকায় অবস্থানরত আমার দেবর মিকাইলের মোবাইলে আমার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়। পরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি আমার দেবর আমাকে জানালে তাৎক্ষণিকভাবে অপহরণের বিষয়টি আমি দিঘলিয়া থানা পুলিশকে অবহিত করি।

দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন বলেন, শিশু ওয়ালিদ অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়। এ ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাট এলাকা থেকে রাত আনুমানিক ১১টার দিকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় আহাদ মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে ঘটনায় জড়িত বাকি চারজনকেও গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবকদের হেফাজত থেকে অপহরণ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শিশু ওয়ালিদের মা মুনজিলা বেগম বাদী হয়ে দিঘলিয়া থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছর তেল উৎপাদন পরিকল্পনা ভেনেজুয়েলার

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল

পলোগ্রাউন্ডে তারেক রহমান, নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন সেই বিতর্কিত পরিচালক

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

ভাইয়া ডাকলে ভালো লাগবে, শিক্ষার্থীকে তারেক রহমান

১০

আপনি অলস না পরিশ্রমী, জানিয়ে দেবে ছবিতে কী দেখছেন আগে

১১

সত্যিই কি বিয়ে করলেন ধানুশ-ম্রুণাল?

১২

ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

১৩

পলোগ্রাউন্ডে জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল চট্টগ্রাম

১৪

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১৫

বাকপ্রতিবন্ধী ঝন্টু হোসেনের খোঁজ মিলছে না, উৎকণ্ঠায় পরিবার

১৬

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৭

আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর

১৮

স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে গুলিবর্ষণ-ভাঙচুর

১৯

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি

২০
X