গাজীপুরের শ্রীপুরে গহিন গজারি বন থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
রোববার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের নভছুট এলাকার গজারি বন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর মডেল থানার এসআই সাদিকুর রহমান জানান, সকালে স্থানীয় কৃষক মো. শামীম তার নিজস্ব জমিতে সার দেওয়ার জন্য বনের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় ওই লাশ পড়ে থাকতে দেখে এবং স্থানীয় লোকজনকে অবগত করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, নিহতের মাথায় ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশ ফেলে গেছে।
শ্রীপুর থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় শনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন