ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সাংবাদিক ওমর ফারুক। ছবি : কালবেলা
সাংবাদিক ওমর ফারুক। ছবি : কালবেলা

ফেনী সদর উপজেলায় সংবাদ প্রকাশের জের ধরে ওমর ফারুক নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ওনার নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়ে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক ওমর ফারুক জানান, ইতোপূবে স্থানীয় বালু লুট সম্প‌র্কিত খবর প্রকাশের জের ধরে প‌রিক‌ল্পিতভাবে জামাই ফারুক, মামুন ও সোহাগসহ ১০-১২ জনের সংঘবদ্ধ চক্র আমার ওপর হামলা চালায়।‌ তারা আমাকে কিল-ঘুষি মারতে মারতে মাটিতে ফেলে দিয়ে লাথি মারতে থাকে। পরে চিৎকার করলে সটকে পড়ে। পরে স্থানীয়রা ফারুককে উদ্ধার করে। হামলাকারীরা স্থানীয় যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় ফেনীতে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টির নিন্দা জানিয়ে ফেনী রিপোর্টার্স ইউ‌নি‌টির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আমরা এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ কর‌ছি। বিষয়‌টি ফেনী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফেনীর প্রশাসনকে অব‌হিত ক‌রা হয়েছে। আহত ওমর ফারুককে ফেনী জেনারেল হাসপাতালে ভ‌র্তি ক‌রা হয়েছে। রাতের মধ্যে হামলাকারী চিহিৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হ‌লে বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনু‌ষ্ঠিত হবে।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, সহকর্মী ওমর ফারুকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে আর কেউ সাংবাদিক সমাজের ওপর হামলা করতে সাহস না পায়।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার কালবেলাকে জানান, জামাই ফারুক আমাদের যুবদলের কেউ না। আমরা জেনেছি সে অনেক আগে যুবদল করত এবং পরে বিদেশ চলে গেছে। তার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। সাংবাদিকের ওপর হামলাকারী যেই হোক তার পরিচয় না জেনে দ্রুত গ্রেপ্তার করার জন্য ফেনীর প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান কালবেলাকে জানান, আহত সাংবাদিক ওমর ফারুকের ওপর হামলার ঘটনায় যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরইমধ্যে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা হাসপাতালে আহত ওমর ফারুককে খোঁজখবর নিয়েছেন। এ সময় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।

জানা গেছে, সাংবাদিক ওমর ফারুক দৈনিক ইনকিলাব পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি ও ফেনী রি‌পোর্টার্স ইউ‌নি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১০

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১১

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১২

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১৩

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১৪

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৫

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৬

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৭

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৮

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৯

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

২০
X