ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত এমাদুল হোসেন (৩২) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডেঙ্গুতে মারা যাওয়া পুলিশ সদস্য এমাদুল সীতাকুণ্ড উপজেলা বাড়বকুণ্ড ইউনিয়নের পশ্চিম মান্দারীটোলা গ্রামের মৃত আবু বক্কর মিন্টুর ছেলে।
বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকত উল্লাহ মিয়াজী বলেন, মৃত পুলিশ সদস্যের পরিবার সূত্রে জেনেছি, এমাদুল ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মন্তব্য করুন