টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

সেই নারী সমন্বয়ক চার দিনের রিমান্ডে

মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। ছবি : সংগৃহীত
মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে নারী সমন্বয়ক মারইয়াম মোকাদ্দেস মিষ্টির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে টাঙ্গাইলের সিনিয়র ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (৮ মার্চ) সকালে টাঙ্গাইল শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের ছোটকালীবাড়ির ছয়তলা ভবনের তালা ভেঙে ২০ মানসিক ভারসাম্যহীনকে নিয়ে দখলে নেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি।

এতে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ফলে নড়েচড়ে বসে প্রশাসন। পরে ওইদিন রাতেই যৌথবাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) বাড়ি দখলমুক্ত করা হয়।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান জানান, তাদের কাছে প্রথমে মিষ্টি নামের এক মেয়ে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিলেন। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবরদখল করেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন।

তিনি জানান, বাড়িটি তার নামে, তার স্বামীর নামে নয়। তিনি ওই ঘটনার সঠিক বিচারের দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে মিষ্টিকে টাঙ্গাইল সদর থানা পুলিশ আটক করে। পরে রাতে ‘মুচলেকা’ দিয়ে থানা পুলিশের কাছ থেকে মুক্তি পায় ছাত্র প্রতিনিধি তথা সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টি।

তিনি বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের দোহার জশিহাটী গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে ও টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার ভাড়া বাসায় বসবাসরত মারইয়াম মুকাদ্দাস মিষ্টি ।

মিষ্টি মুচলেকায় লিখেন- ‘আমি আইনি অধিকার ব্যতিরেকে অন্যের ব্যক্তিগত বাড়িতে মানসিক ভারসাম্যহীন ১৭ জন নারী-পুরুষকে আবাসনের চেষ্টা করে অপরাধ করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পোস্টের কারণে ক্ষেত্র বিশেষে যে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে- তার দায়ভার আমার ওপর বর্তায়।

মুচলেকায় আরও লেখেন, আমি আমার নেতিবাচক ও বেআইনি কৃতকর্মের জন্য মানবিক বিবেচনায় ক্ষমাপ্রার্থী। এইমর্মে নিঃশর্ত মুচলেকা সম্পাদন করছি যে, ভবিষ্যতে সামাজিক অস্থিরতা তৈরি হয় এমন ফেসবুক পোস্ট করা এবং ব্যক্তিগত বা সরকারি সম্পদ দখল বা ভাঙচুর করাসহ অন্য কোনো প্রকার অপরাধে লিপ্ত হব না।

তিনি লেখেন, আমি প্রদত্ত মুচলেকা ভঙ্গ করলে প্রচলিত আইনে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে তার বিপরীতে আমার কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

মুচলেকায় স্থানীয় চারজন যুবক ও সমন্বয়ক এবং তার স্বামী শাহ্ আলমাস সাক্ষী হিসেবে সাক্ষর করেছেন।

অভিযোগ উল্লেখ করেন, মারইয়াম মোকাদ্দাস মিষ্টি তিনি ১৭ জন ভারসাম্যহীন মানুষ নিয়ে ছোট কালিবাড়ি আমার বাড়িতে ৫ গেট ৬ তলা ভেঙে মিষ্টিসহ অজ্ঞাত ৮-৯ জন প্রবেশ করে স্বর্ণালংকার ও বাড়ির আসবাবপত্রসহ নগদ ৫ পাঁচ লাখ টাকা নিয়ে যায়। স্বর্ণালংকারের মূল্য প্রায় ১০ লাখ এবং বাড়ির আসবাবপত্রের ভাঙচুরের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশনারা তার নিজ ছোট কালিবাড়ী এলাকায় বাড়িতে অবৈধভাবে দখল, চুরি, ছিনতাই চাঁদাবাজি ও ভাঙচুরসহ বেশ কয়েকটি অভিযোগে তার নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাত ১২টার দিকে মিষ্টিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭তম বিসিএস পেছানোর দাবিতে আবারো রেল অবরোধ রাবি শিক্ষার্থীদের

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

হাসপাতালের উদ্দেশে খালেদা জিয়া

খামেনিকে হত্যাচেষ্টার ষড়যন্ত্র, অভিযোগ দুই দেশের বিরুদ্ধে

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

টেস্ট জয়ের পরও বাংলাদেশের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ

বঙ্গোপসাগরে ১৩ জেলে নিখোঁজ

হাসিনা-কামালকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১০

পায়ে শিকল বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

১২

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

১৩

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখুন

১৪

যে ৮ লক্ষণে বুঝবেন তিনি এখনো আপনাকে ভুলতে পারেননি

১৫

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে পরিকল্পনা জানালেন তারেক রহমান

১৬

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

১৭

সেমিতে হেরে বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ

১৮

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশি ২ বিশেষজ্ঞ

১৯

আগুনে পুড়ে ছাই আড়াই হাজার মুরগির বাচ্চা

২০
X