মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরে শতবর্ষী ‘কাঠ মসজিদ’

স্থানীয়ভাবে ‘কাঠ মসজিদ’ নামে পরিচিত মমিন মসজিদ। ছবি : কালবেলা
স্থানীয়ভাবে ‘কাঠ মসজিদ’ নামে পরিচিত মমিন মসজিদ। ছবি : কালবেলা

শতবর্ষী ও দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী পুরাকীর্তির শিল্পসমৃদ্ধ দৃষ্টিনন্দন পিরোজপুরের মঠবাড়িয়ার মমিন মসজিদ। উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের মমিন উদ্দিন আকন ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে মসজিদটি নির্মাণ করেন। সম্পূর্ণ নিজস্ব শৈল্পিক ভাবনা ও অভিজ্ঞতা দিয়ে তিনি মসজিদটি তৈরি করেন যা শিল্পকর্মের অপূর্ব নিদর্শন হিসেবে রয়ে গেছে আজও।

বিচিত্র কারুকাজখচিত সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এই মসজিদ স্থানীয়ভাবে ‘কাঠ মসজিদ’ নামে পরিচিত। ইতিহাসের নিদর্শন এ মসজিদটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে লোক আসেন।

নির্মাণ

১৯১৩ সালে কাঠ মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। কাঠশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র পিরোজপুরের নেছারাবাদ উপজেলা থেকে তিনি হরকুমার নাথকে মাসিক ৪০ টাকা বেতনে মসজিদ তৈরির প্রধান মিস্ত্রি নিয়োগ করেন। ২২ জন মিস্ত্রি দীর্ঘ সাত বছর নিরলস কাজ শেষে ১৯২০ সালে শেষ করেন নির্মাণকাজ। মমিন উদ্দিন আকন সব সময় মিস্ত্রিদের কাছে থেকে তাদের কাজ পরিচালনা করতেন এবং কারুকাজগুলো সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখতেন। মসজিদটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদফতর কর্তৃক সংরক্ষিত। মসজিদটি সম্পূর্ণ কাঠের তৈরি।

উপাদান

বহু দুষ্প্রাপ্য ও মূল্যবান কাঠ দ্বারা এটি নির্মিত। অসাধারণ ও দৃষ্টিনন্দন এর নির্মাণশৈলী। বিভিন্ন সময় বর্ষার কারণে নামমাত্র কিছু কাঠ বা রঙের ক্ষতি হলেও পরবর্তীতে মেরামত করে সৌন্দর্য ধরে রাখা হয়েছে। মমিন মসজিদ তৈরিতে ব্যবহার করা হয় লোহাকাঠ ও সেগুনকাঠ। কাঠগুলো মিয়ানমার, ত্রিপুরা ও আসাম থেকে সংগ্রহ করা হয়েছিল। মসজিদের কাঠামো তৈরিতে লোহার পেরেক ব্যবহার না করে কাঠের শলা ব্যবহার করা হয়। ২৪ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের মসজিদটিতে চৌচলা টিন শেড দিয়ে পাটাতন তৈরি করা হয়েছে।

নির্মাণশৈলী

অসাধারণ ও দৃষ্টিনন্দন এর নির্মাণশৈলী। ভেতরে আলো-বাতাস প্রবেশ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য পাটাতনের মাঝখানে তৈরি করা হয়েছে দ্বিতীয় আর একটি দোচালা টিনের ছাউনি। মসজিদের উত্তর ও দক্ষিণ দিকে দুটি করে এবং পূর্ব ও পশ্চিমে চারটি করে জানালা। পূর্ব দিকে একটি মাত্র প্রবেশদ্বারে কারুকার্যখচিত দুটি খাম্বাবিশিষ্ট দরজা রয়েছে, যাতে মসজিদ নির্মাণের সূক্ষ্ম শিল্পকর্ম ফুটে উঠেছে।

ইউনেস্কো প্রকাশিত বিশ্বের অনন্য মসজিদ নিয়ে প্রকাশিত ৪০০ পৃষ্ঠার একটি বইয়ে এ কাঠ মসজিদটির সচিত্র বর্ণনা স্থান পেয়েছে। তাছাড়াও গোটা বরিশাল বিভাগের মধ্যে শুধু এই মসজিদটির আলোকচিত্র ২০১৪ সাল থেকে জাতীয় জাদুঘরের স্থাপত্য গ্যালারিতে স্থান পেয়েছে।

বংশের উত্তারাধিকার সূত্রে মসজিদটি নির্মাণের প্রতিষ্ঠাতা মৌলভী মমিন উদ্দিন আকনের নাতি (দৌহিত্র) আবুল কালাম আজাদ আকন বর্তমানে মসজিদটি দেখভাল করেন।

তিনি জানান, মসজিদকে কেন্দ্র করে প্রত্নতাত্ত্বিক জাদুঘর করা দরকার। মসজিদের যত সংস্কার করা দরকার সরকারের উদ্যোগ নেওয়া উচিত। রৌদ্রে বৃষ্টিতে কাঠগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিলীন হয়ে যেতে পারে ঐতিহ্যবাহী মমিন মসজিদটি।

এ ব্যাপারে প্রবীন শিক্ষক নূর হোসেন মোল্লা বলেন, দৃষ্টি নন্দন মমিন মসজিদ আমাদের জাতীয় সম্পদ। তিনি সরকারের কাছে মসজিদটি দ্রুত সংস্কারের পাশাপাশি এটি ভালো করে সুরক্ষার জন্য দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার শতাধিক ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

প্রশিক্ষিত ২ কুকুর নিলামে বিক্রি

শিশুর মায়ের কোলে থাকার মতোই সনাতনীরা নিরাপদ থাকবে : কাজী আলাউদ্দীন

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

দুই আইন পাসের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে : বিএনপি

মনোনয়ন নিয়ে যে কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

হোয়াটসঅ্যাপে এই ৪ ভুল করছেন? স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প।

পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৩০

বাংলাদেশের অনাগ্রহ, পেঁয়াজ নিয়ে বিপাকে ভারতের রপ্তানিকারকরা

১০

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অগ্রাধিকার দেওয়ার দাবিতে সংলাপ

১১

কাজেই আসছে না ৫৭ লাখ টাকার সেতু

১২

কমলো সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া

১৩

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

১৪

কারেন্ট পোকার আক্রমণ, রোপা আমনে কৃষকের স্বপ্ন ভঙ্গ

১৫

রাবির দেয়ালগুলোয় ঝুলছে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র

১৬

বেনাপোলে মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১৭

নির্বাচন দিতে গড়িমসি করলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে : মিন্টু

১৮

ইউক্রেন নিয়ে তুরস্কের নতুন পরিকল্পনা

১৯

ইন্টারনেট ছাড়াই খুব সহজে গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

২০
X