কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই চিরচেনা সেই যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে গাড়ির চাপ। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে গাড়ির চাপ। ছবি : কালবেলা

ঈদযাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে গাড়ির চাপ। মহাসড়কের কুমিল্লার অংশের ১০৫ কিলোমিটার এলাকার যানজটপ্রবণ এলাকাগুলোতে যানবাহনের ধীরগতি থাকলেও নেই কোনো যানজট। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি অপরাধ দমনে চেকপোস্ট বসিয়ে সড়কে রয়েছেন সেনাবাহিনী। সহযোগিতায় আছেন রোভার স্কাউট ও আনসার সদস্যরাও।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশের যানজটপ্রবণ ১২টি হটস্পট রয়েছে। যেখানে উল্টো পথে গাড়ি চলাচল, মহাসড়কে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠানামা এবং ফুটওভার ব্রিজ ব্যবহার না করে পথচারীদের সড়ক পারাপারসহ নানা অনিয়মের কারণে সৃষ্টি হয়ে থাকে যানজট। তাই এসব অপরাধ দমনে বাড়তি জনবল মোতায়েন করেছে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী। ১০৫ কিলোমিটার এলাকায় প্রায় এক হাজারের অধিক পুলিশ সদস্য, দুই শতাধিক রোভার স্কাউট সদস্য এবং সেনাবাহিনী ও আনসার সদস্য নিয়োজিত আছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রামের শেষ সীমানা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, ১২টি হটস্পটের মধ্যে কোথাও কোনো যানজট নেই। তবে স্থানীয় কিছু মিনিবাস সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করতে গিয়ে এবং বাজারগুলোতে পণ্য উঠানামায় মাঝে মাঝে অস্থায়ী জট সৃষ্টি হচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ ও সেনাবাহিনী। এতে সড়ক চলাচল স্বাভাবিক রয়েছে।

রয়েল ট্রান্সপোর্টের যাত্রী হাবিবুর রহমান ঢাকা থেকে এসে নেমেছেন চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায়। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফিরেছেন। ভাবছিলেন চিটাগাং রোড, মদনপুর, সোনাগাঁও, দাউদকান্দি ও চান্দিনা যানজটে পড়বেন। কিন্তু সেই দৃশ্য চোখে পড়েনি। বাস একটু ধীরগতি চললেও যাত্রা ছিল একেবারেই স্বস্তির।

মা-বাবা ও পরিবারের সদস্যদের সাথে ঈদ করতে ফেনী যাচ্ছেন অর্পিতা আলম নামে এক শিক্ষার্থী। স্টার লাইন পরিবহনের এ যাত্রী বলেন, সকল শঙ্কা কাটিয়ে স্বস্তিতেই বাড়ি ফেরা হচ্ছে। কোথায় কোনো যানজট বা অপরাধ কর্মকাণ্ড চোখে পড়েনি। সড়কের বিভিন্ন মোড় বা গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও পুলিশ খুব উপস্থিতি দেখা গেছে। এটা প্রত্যাশার চেয়েও বেশি মনে হচ্ছে।

কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের ১২ বীর ব্যাটালিয়নের মেজর সানিউল আলম বলেন, সড়কে যানজটের কারণগুলো চিহ্নিত করে হটস্পটগুলোতে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। তারপরও সড়ক আইন ও ট্রাফিক আইন ভঙ্গ করা অসাধু চালক ও পরিবহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে তিন দিনে ৪ মরদেহ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ ধর্ষককে ধরে পুলিশে দিল জনতা 

যে কারণে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটে সমস্যা দেখছেন না মির্জা গালিব

বিচারকের ছেলেকে হত্যা / এক সপ্তাহ আগে জিডিতে বিচারকের স্ত্রী যে অভিযোগ করেছিলেন

৪ বিভাগে নতুন কমিশনার

বাসে আগুন দিয়ে পালানোর সময় ১ জনের মৃত্যু

বিমানবন্দর এলাকায় ২ স্থানে ককটেল বিস্ফোরণ

এএমএফ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমরান কাদির

বিএনপি জনগণের দল : বাবুল

প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে : গয়েশ্বর

১০

জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে চাই : সেলিমুজ্জামান 

১১

সম্পাদক পরিষদের নতুন সভাপতি কমিটি 

১২

২৩ জেলায় নতুন ডিসি

১৩

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

১৪

ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিল ছাত্র-জনতা

১৫

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের ক্রাশ প্রোগ্রাম

১৬

চট্টগ্রামে ৫০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

১৭

অপসো স্যালাইন শ্রমিকদের প্রতীকী অনশন

১৮

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

১৯

কুমিল্লার প্রাচীন জগন্নাথ মন্দিরের জমি উদ্ধার

২০
X