রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মিম হত্যা মামলায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত তিনজন। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত তিনজন। ছবি : কালবেলা

রাজশাহী নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার অন্যতম প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শনিবার (৫ এপ্রিল) সকালে র‍্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠের মোবারকের ছেলে শাকিল (২১), তার ভাই রবিন (২৭) ও শেখেরচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ (২৪)।

র‍্যাব জানায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরে এজাহারনামীয় ১৩ জন আসামিসহ অজ্ঞাতনামা ৮-১০ জন আসামি পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে দলবদ্ধ হয়ে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা, চাকু নিয়ে ভুক্তভোগী মো. মীমকে (২৩) ঘটনাস্থলে পথরোধ করে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে।

পরে অভিযুক্তরা ভুক্তভোগীকে শেখেরচক ঈদগাহ পাচানী মাঠসংলগ্ন নদীর ধারে নিয়ে হত্যার উদ্দেশ্যে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছিলাফোলা জখম, ডান হাতের কব্জি ও আঙুল ভাঙে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর রক্তাক্ত ও ক্ষত করে জখম করে ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল আসামি রুমনকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

১০

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

১১

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১২

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

১৩

সাংবাদিক সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল : ডিএমপি

১৪

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

১৬

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

১৭

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

১৮

গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

১৯

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

২০
X