পটুয়াখালীর দুমকিতে মামুন মৃধা (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী গ্রামে ওই ঘটনা ঘটে। মামুন দুই সন্তানের জনক।
স্বজনরা জানান, মামুন বসতঘরের আঙিনায় গাছের ডালে গলায় দড়ি প্যাঁচিয়ে ঝুলছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে দুমকি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।’
মন্তব্য করুন