নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৩৭তম নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুরাইয়া আক্তার লাকী। তিনি সাবেক ইউএনও মো. কায়সার খসরুর স্থলাভিষিক্ত হলেন। এ প্রথম কোনো নারী ইউএনও যোগদান করল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ দ্বীপে।
শনিবার (২৬ আগস্ট) জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নতুন ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্বাগত জানান স্থানীয় রাজনৈতিক নেতারা ও কর্মকর্তারা।
জানা গেছে, নেত্রকোনা জেলার মেয়ে সুরাইয়া আক্তার লাকী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ৩৪তম বিসিএস এ প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর সহকারী পরিচালকসহ বেশ কিছু জেলায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্বভার গ্রহণ করে ইউএনও সুরাইয়া আক্তার লাকী কালবেলাকে বলেন, এটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে এই দ্বীপের মানুষের জীবনযাপন করতে হয়। প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত। তবে নারী অথবা পুরুষ এটি আলাদা করে দেখার সুযোগ নেই। আমি সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু প্রমুখ।
মন্তব্য করুন