বিগত ১৬ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে পুতুল রাষ্ট্র হিসেবে ভারতের কাছে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (৩ মে) সকালে রংপুরের পীরগাছা উপজেলার দেউতিতে যুবসমাজের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
এসময় আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষের মানবিক ও নাগরিক মর্যাদার প্রশ্নে ভারত আধিপত্যবাদী মনোভাব দেখিয়েছে। তারা বাংলাদেশের মানুষকে মানুষ মনে করে না। অথচ এ দেশের মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে চায়, এ বার্তা ভারতের কাছে স্পষ্ট ছিল না। এখন দেশের মানুষ তাদের মর্যাদা ও অধিকারের প্রশ্নে একাট্টা হয়েছে।
তিনি বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে যখন দেশের মানুষ তাদের হারানো মর্যাদা ফিরে পেতে লড়াইয়ে নেমেছে, ঠিক তখনই সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত। কোনো সীমান্তে অন্যায় হলে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষের যে ভূমিকা আমরা দেখেছি, সেটি প্রশংসনীয়। এটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শিক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অনন্য উদাহরণ।
তিনি আরও বলেন, আমরা চাই ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ যেন সীমান্ত সমস্যায় না জড়ায়। ভারত সরকার যেন বাংলাদেশের নাগরিকদের প্রতি সম্মানজনক আচরণ করে এবং নিচু দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসে।
সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে তিনি বলেন, সরকারের কাছে জমা দেওয়া প্রস্তাবগুলো যেন অবিলম্বে কার্যকর করা হয় এবং পরবর্তী সরকার যেন তা অব্যাহত রাখে।
তিনি আরও বলেন, অপরাধ মামলাগুলোর বিচার প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে হবে। দোষীদের শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করলে অপরাধ প্রবণতা কমবে। এর জন্য প্রয়োজনে আইন সংশোধন এবং বিচারব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন দরকার।
আখতার হোসেন বলেন, সরকার ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় চীনের সহায়তায় হাসপাতাল নির্মাণ করবে বলে প্রত্যাশা করছি। পাশাপাশি প্রান্তিক মানুষ যেন এসব হাসপাতাল থেকে সেবা পায়, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তিস্তা নদীতে ইতোমধ্যে বাঁধ নির্মাণসহ নানা উদ্যোগ নিয়েছে। এগুলো বাস্তবায়িত হলে তীরবর্তী অঞ্চলের দৃশ্যপট বদলে যাবে। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে অঞ্চলভিত্তিক অর্থনীতি আরও সুদৃঢ় হয়।
এসময় জাতীয় নাগরিক পার্টির সংগঠক আলমগীর নয়ন, তৌফিক আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বিকেলে তিনি উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের ওঁরাও সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেন।
মন্তব্য করুন