গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নিহত স্কুলছাত্র জয় হাসান। ছবি : সংগৃহীত
নিহত স্কুলছাত্র জয় হাসান। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ মে) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয় হাসান (১৫) উপজেলার লোহাগাছ গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে ও শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেল ৪টার দিকে স্থানীয় সরকার মাঠে ফুটবল খেলছিলেন জয়সহ তার বন্ধুরা। এ সময় মাদকাসক্ত মোজাম্মেল হক নামে এক যুবক একটি রামদা হাতে নিয়ে এসে মুদি দোকানি হাবিবুরের ছেলে জুনায়েদকে হুমকি দেয়। পরে বন্ধু জুনায়েদকে হুমকি দিলে জয় এর প্রতিবাদ করে। এ নিয়ে মোজাম্মেলের সঙ্গে জয়ের ঝগড়া হয়। এর জের ধরে মোজাম্মেল হক ধারালো ছুরি দিয়ে জয়কে উপর্যুপরি আঘাত করে ।

একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মোজাম্মেল পালিয়ে যান। পরে স্থানীয়রা জয়কে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে।

নিহতের বাবা জানান, শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় বল খেলা নিয়ে জয়ের সঙ্গে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ তার বন্ধুদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে জয়ের মৃত্যুর খবরে উত্তেজিত এলাকাবাসী মধ্যরাতে মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ৩টি টিনশেড ঘর পুড়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জের ধরে জয় নামের একটি ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় চারজনের নামোল্লেখ করে মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা ৬টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

নিরাপত্তার চাদরে ঢাকা তারুণ্যের সমাবেশস্থল

তীব্র গরমেও জনসমুদ্র চট্টগ্রামের পলোগ্রাউন্ড

কোহলি অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবে, আশাবাদী বিসিসিআই

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নতুন অভিযান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’

লঞ্চ ঘাটে তরুণীদের মারধর, সেই যুবক আটক

মিছিল নিয়ে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

ফিলিস্তিনের গাজায় ধারাবাহিকভাবে সহায়তা করছে হাফেজ্জী চ্যারিটেবল

তীব্র গরমে নগরবাসীকে ডিএনসিসি প্রশাসকের সতর্কতামূলক বার্তা

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

১০

অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে : গণপূর্ত উপদেষ্টা

১১

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রামবাসী

১২

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সন্ধ্যায় 

১৩

চট্টগ্রামে দলে দলে আসছে বিএনপির নেতাকর্মী

১৪

আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার হলেন নোবিপ্রবির শিক্ষক শিবলুর রাহমান 

১৫

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি, অতিষ্ঠ জনজীবন

১৬

মশার উপদ্রব কমাতে বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান

১৭

ঢাবির হলে ছাত্রদল নেতার ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক-সেনাপ্রধানের কী কথা হলো

১৯

সিলেট সীমান্তবর্তী ভারতের তিন জেলায় কারফিউ জারি

২০
X