সিলেটের বালাগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মধ্যরাতে রাতেই প্রতিপক্ষ বিএনপি নেতা ইউনুস মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইয়া।
স্থানীরা জানান, শনিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা সদরে নৌকায় উঠাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে আহত বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লয়লুছ মিয়া ও উপজেলা বিএনপি নেতা ইউনুস আলী পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লয়লুছ মিয়াসহ কয়েকজন আহত হন। পরে লয়লুছ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
রোববার মধ্যে রাতেই যুবলীগ নেতার স্বজনরা বিএনপি নেতা ইউনুস মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এতে বাড়ির একটি অংশ পুড়ে যায় বলে স্থানীয়রা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূইয়া বলেন, নৌকায় উঠাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। যুবলীগ নেতার মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় ও তার স্বজনরা বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন