মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় অর্ধশত হোটেলে থ্রি-ফেজ সংযোগ, নেই সোলার

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। ছবি : কালবেলা
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। ছবি : কালবেলা

পর্যটন নগরী কুয়াকাটায় অর্ধশত আবাসিক হোটেল ও রিসোর্টে পল্লী বিদ্যুৎ সমিতির থ্রি-ফেজ সংযোগ থাকলেও অধিকাংশ হোটেলে নেই সরকার নির্দেশিত বাধ্যতামূলক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) সিস্টেম। ফলে উপেক্ষিত হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জাতীয় নীতি, বাড়ছে জাতীয় গ্রিডের ওপর অপ্রয়োজনীয় চাপ।

বিদ্যুৎ বিভাগের ২০১৮ সালের (সংশোধিত ২০১৯) ‘নেট মিটারিং গাইডলাইন’-এর আওতায় ১০ কিলোওয়াট বা তদূর্ধ্ব লোডবিশিষ্ট আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক। হোটেল-মোটেল ও রিসোর্টগুলো এই নীতিমালার আওতায় পড়লেও কুয়াকাটায় এর বাস্তবায়ন প্রায় অনুপস্থিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটায় অন্তত ৫০টির বেশি হোটেল ও রিসোর্টে ১০ থেকে ৫০ কিলোওয়াটের অধিক থ্রি-ফেজ সংযোগ চালু রয়েছে। কিন্তু সেসব ভবনের ছাদে নেই কোনো ধরনের সৌর প্যানেল। হোটেল মালিকদের একাংশের দাবি, সোলার স্থাপনের খরচ ও রক্ষণাবেক্ষণ জটিলতা, আর অন্যদিকে প্রশাসনিক নজরদারির অভাবে বিষয়টি উপেক্ষিত থাকছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল আইন লঙ্ঘনই নয়, বরং দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে একটি বড় অন্তরায়। নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ (SREDA) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) বিভিন্ন সময়ে নীতির কঠোর বাস্তবায়নের কথা বললেও মাঠপর্যায়ে এর প্রতিফলন নেই বললেই চলে।

পরিবেশবিদরা বলছেন, কুয়াকাটার মতো উপকূলীয় এলাকায় সারা বছর সূর্যপ্রকাশ বেশি থাকায় এখানেই সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিক বাস্তবায়ন হলে কুয়াকাটা হতে পারে দেশের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রিন ট্যুরিজম জোন’।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কুয়াকাটা শাখার এজিএম মোতাহার হোসেন কালবেলাকে বলেন, সোলার প্যানেল ছাড়া যেসব হোটেলে লাইনগুলো দেওয়া হয়েছে সেটা আমাদের সরকারি নির্দেশনার আগে। নির্দেশনা পাওয়ার পরে কোনো সংযোগ দেওয়া হয়নি।

পটুয়াখালী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মাদ আবুল কাশেম কালবেলাকে বলেন, ১০ কিলোওয়াটের মধ্যে সোলার প্যানেল সিস্টেম বাধ্যতামূলক। কেউ নিয়মবহির্ভূত কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা অভিমুখে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

শীতে চুলের যত্নে যা করবেন

ঋণের বোঝা মাথায় নিয়ে উৎপাদনে যাচ্ছে জিলবাংলা চিনি কল

প্রবাসীদের জন্য কঠোর সিদ্ধান্ত কুয়েতের, ডিসেম্বরে কার্যকর

‘সুগার ড্যাডি’ চক্র বন্ধ চেয়ে আইনি নোটিশ

আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন: তানজিন তিশা

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের

ধানের শীষ মানুষের আস্থার প্রতীক : জালাল উদ্দিন

শীতের সকাল বা সন্ধ্যায় গরম গরম সুপ সারাবে ঠান্ডা ও গলার ব্যথা

১০

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১১

কুকুর কামড়ে কান ছিঁড়ে নিল শিশুর, মালিক গ্রেপ্তার

১২

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

১৩

বৈশাখের বরুণ ফুটেছে অগ্রহায়ণে, বিলাচ্ছে মুগ্ধতা

১৪

সাগরে আরেকটি লঘুচাপ, কমবে তাপমাত্রা

১৫

অন্যদের কাছে সম্মান পেতে যা করা জরুরি

১৬

ম্যানচেস্টার ইউনাইটেড শিখবে কবে?

১৭

মেট্রোরেল কার্ডের অনলাইন রিচার্জের উদ্বোধন 

১৮

পঞ্চগড়ে ২ হাজার বস্তা সার জব্দ

১৯

উয়েফার বিরুদ্ধে সুপার লিগের ‘হাজার কোটি টাকার’ মামলা শুরু

২০
X